খেলা

ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়লেন সৌম্য

স্পোর্টস রিপোর্টার

২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ৫:২২ পূর্বাহ্ন

লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন সৌম্য সরকার। আজ বিকেএসপির মাঠে শেখ জামালের বিপক্ষে ১৫৩ বলে ২০৮ রানে অপরাজিত ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের ইতিহাসে ৫০ ওভারের ক্রিকেটে এই প্রথম ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন সৌম্য সরকার। বিকেএসপির সেই তিন নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ৩১৭ রানের বিশাল পাহাড় টপকাতে নেমে ৪৬তম ওভারের প্রথম বলে ইমতিয়াজ হোসেনকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে বাউন্ডারি মেরে প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি পূরণ করেন সৌম্য সরকার। ১৪৯ বলে, ১৪টি বাউন্ডারি এবং ১৫টি ছক্কা মেরে ঐতিহাসিক এই মাইলফলকে পৌঁছান বাংলাদেশের এই ড্যাশিং ব্যাটসম্যান। লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে সর্বোচ্চ ব্যক্তিগত (১৯০) রানের স্কোর ছিল রকিবুল হাসানের। অপর প্রান্তে জহুরুল ইসলামও সেঞ্চুরি (১০০) তুলে নেন। ওপেনিং জুটিতে দুজনের ৩১২ রানের জুটিতে প্রিমিয়ার লিগের এই ম্যাচে শেখ জামালকে ৯ উইকেটে হারিয়েছে আবাহনী। ১৬ ছক্কা ও ১৪ চারে ইনিংসটি সাজান সৌম্য। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডও এখন তার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status