বিশ্বজমিন

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ২৮

মানবজমিন ডেস্ক

২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ১১:৫৮ পূর্বাহ্ন

কলম্বিয়ায় ভূমিধসে নিহত হয়েছেন কমপক্ষে ২৮ জন। দেশটির দুর্যোগ ও ত্রাণ বিষয়ক এজেন্সি বলেছে, রোববার সকালের দিকে ভারি বৃষ্টিপাতে রোসাস মিউনিসিপ্যালিটির প্রত্যন্ত অঞ্চলে ওই ভূমিধস হয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কলম্বিয়ান প্রদেশ কাউকা’তে এ ঘটনা ঘটে।  সোমবার দিনশেষে জানানো হয়েছে, এতে আহত হয়েছেন ৫ জন। ওই এজেন্সি সোমবার টুইটারে বলেছে, দু’দিনে আমরা ২৮টি মৃতদেহ উদ্ধার করেছি। তারপরও উদ্ধার অভিযান চলছে। উদ্ধার করে ৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। ভূমিধসে ধ্বংস হয়ে গেছে আটটি বাড়ি। এতে প্যান-আমেরিকান হাইওয়ের অংশবিশেষ অবরুদ্ধ হয়ে পড়েছে। দেশটির প্রেসিডেন্ট ইভান দুকু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status