দেশ বিদেশ

গণআন্দোলনের প্রস্তুতি নিন: মোশাররফ

স্টাফ রিপোর্টার

২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ৯:৩৩ পূর্বাহ্ন

বিএনপি নেতাকর্মীদের গণআন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, দেশে আজ অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এই অস্বাভাবিক অবস্থা থেকে ভালো অবস্থানে উন্নিত করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তার নেতৃত্বে গণআন্দোলন সৃষ্টি করতে হবে। সেজন্য কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি- সে আন্দোলনের প্রস্তুতি নিন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। প্রবীণ এই রাজনীতিক বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে সরকার রাজনৈতিকভাবে কারাগারে বন্দি করে রেখেছে। তার বিরুদ্ধে যে ধরনের মামলা দেওয়া হয়েছে, তিনি এই মামলায় জামিনযোগ্য। কিন্তু সরকার সে জামিনকে দীর্ঘায়িত করে তাকে দেড় বছর ধরে কারাগারে আটকে রেখেছে। কেন রেখেছে? এ জন্য রেখেছে যে, বর্তমান সরকার ২০১৪ সালে বিনা ভোটে ক্ষমতায় এসেছিল। এবারও তারা বিনা ভোটে ক্ষমতায় এসেছে। তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার খালেদা জিয়াকে ভয় পায়। তার দল জাতীয়তাবাদী বিএনপিকে ভয় পায়। বর্তমান সরকারের সবচেয়ে প্রতিহিংসার শিকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই জন্যই খালেদা জিয়া আজ কারাগারে। তাকে একটি মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। তার কোনো দোষ ছিল না। একটি কারণে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে, তা হলো তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তিনি দেশের যতগুলো আসনে যতবার নির্বাচন করেছেন, জনগণ তাকে নির্বাচিত করেছে। তিনি সবচেয়ে জনপ্রিয় এটাই তার দোষ। তিনি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই করছেন এটাই তার দোষ। ড. মোশাররফ বলেন, বর্তমান দেশের জনগণ নিজেদেরকে কোনোভা?বে নিরাপদ মনে করে না। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের এক ছোট বোনকে নৃশংসভাবে হত্যা করেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তার মুক্তি ছাড়া দেশে পুুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। তাই এখন আমাদের প্রধান কাজ খালেদা জিয়াকে মুক্ত করা এবং তার নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে একটি শ্বাসরুদ্ধকর অবস্থা চলছে। গণতন্ত্র এখন আওয়ামী লীগের বাক্সবন্দি। যারা ব্যাংক লুট করে, গণতন্ত্র লুট করে, দেশের অর্থনীতি আজ তাদের হাতে। তাই শেয়ার বাজারের করুণ দশা। ড. মোশাররফ বলেন, খালেদা জিয়া আপসহীন নেত্রী। তিনি আন্দোলনের মাধ্যমে এ দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আর শহীদ জিয়া বাকশালের হাত থেকে এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। অতএব এ দেশে গণতন্ত্র হত্যার যে ইতিহাস তা হচ্ছে আওয়ামী লীগের। আর গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস জাতীয়তাবাদী দল বিএনপির। আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য মিয়া মো. আনোয়ার ও তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির বক্তব্য দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status