বাংলারজমিন

কিশোরগঞ্জে ফখরুলের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ৯:৩২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এবং গণবিশ্ববিদ্যালয়-এর রেজিস্ট্রার দেলুয়ার হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা। রোববার দুপুরে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে জজ কোর্ট প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। এতে অন্যদের মধ্যে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও হোসেনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.কে.এম মঞ্জুরুল ইসলাম জুয়েল, সহ-সভাপতি অ্যাডভোকেট শফিউজ্জামান, জেলা বিএনপির উপদেষ্টা সাবেক পিপি অ্যাডভোকেট খন্দকার শাহজাহান, সিনিয়র আইনজীবী জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট রাশেদুজ্জামান এনাম, আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভপতি অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু ছায়েম মজুমদার, জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আছাদ রেজা, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট ফয়জুল করিম সহ বিএনপিপন্থী আইনজীবীরা অংশ নেন। কর্মসূচি থেকে অবিলম্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। গত ১৮ই এপ্রিল কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কিশোরগঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন এই চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ও জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আকরাম হোসেন বাদল। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুন নূর পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)কে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status