বাংলারজমিন

স্ত্রীর জনসভায় মুকাই আলী ‘আমি ওই ব্যবস্থা করেই ইলেকশনে নেমেছি’

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ৯:৩১ পূর্বাহ্ন

 ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল হয়নি এখনো। জুনের মাঝামাঝি সময়ে হতে পারে নির্বাচন। তবে এরইমধ্যে সরব হয়ে উঠেছেন চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা। নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন এক নারী। কুয়েত প্রবাসী ব্যবসায়ী লুৎফুর রহমান পত্নী নাছিমা লুৎফুর রহমানের সমর্থনে একটি জনসভাও হয়েছে শনিবার। ওই সভায় নাছিমার স্বামী লুৎফুর রহমান (মুকাই আলী) তার বক্তব্যে বলেছেন, কোন রকম ভয় পাবেন না, আমি ওই ব্যবস্থা করেই ইলেকশনে নেমেছি। নির্বাচনে আমার যারা কর্মী বাহিনী, নেতা এবং যারা সহযোগিতা করবেন তাদের জন্যে আমি ৩ জন স্পেশাল আইনজীবী নিয়োগ দিয়েছি। কোন কিছু হলে তারা আপনাদের পাশে থাকবেন। তাছাড়া আইন-শৃঙ্খলা বাহিনী সবার সঙ্গে যোগাযোগ করেই আমি এসেছি। আপনারা ভয় পাবেন না। তিনি আরো বলেন, জাতীয় নির্বাচন যেটা চলে গেছে সেটা আর এই নির্বাচন এক নয়। এ দুটোকে মেলালে চলবে না। ভয় পেলেও চলবে না। আর প্রার্থী নাছিমা লুৎফুর রহমান বলেন- ‘আপনাদেরকে আমার অনেক প্রয়োজন। সবাই মিলে আমাকে গন্তব্যে পৌঁছে দিন। তাহলে আমি আজীবন আপনাদের পাশে থাকতে পারবো। আমি নেতা-নেত্রী হতে আসিনি, আপনাদের পাশে থাকার জন্য এসেছি। আপনারা দয়া করে আমাকে ভোট দেন তাহলে আমি আপনাদের পাশে থাকতে পারব’। কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহ্‌ জামাল রানার উদ্যোগে নাছিমার সমর্থনে পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের ফকিরপাড়া মাজার চত্বরে ওই জনসভাটি হয়। জামাল রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এরশাদ সরকারের সাবেক উপমন্ত্রী হুমায়ূন কবির। বাকশক্তিহীন হুমায়ুন কবিরের একটি লিখিত বক্তব্যও পড়ে শোনানো হয় ভোটারদের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status