খেলা

আর্সেনালের হারের রাতে বিধ্বস্ত ম্যানইউ

স্পোর্টস ডেস্ক

২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ৯:২৭ পূর্বাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লীগে আর্সেনালের হারের সুযোগ নিতে পারলো না ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার নিজেদের মাঠ এমিরেটসে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-২ গোলে হার দেখে আর্সেনাল। তবে প্রিমিয়ার লীগের সেরা চারে টিকে থাকার লড়াইয়ে আর্সেনালের হারের সুযোগ নিতে পারা দূরে থাক উল্টো বড় ব্যবধানে হারের অভিজ্ঞতা হয় ম্যানইউর। রোববার গুডিসন পার্কে  এভারটনের বিপক্ষে ৪-০ গোলে হেরে যায় কোচ ওলে গানার সুলশারের দল। ৩০ মাস পর এতো বড় ব্যবধানে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ ২০১৬’র অক্টোবরে চেলসির বিপক্ষে ৪-০ গোলে হার দেখেছিল রেড ডেভিলরা। চলতি প্রিমিয়ার লীগে ৪৮ গোল হজম করেছে ম্যানইউ। ১৯৭৮-৭৯ মৌসুমের পর লীগের এ পর্যায়ে এতো গোল হজমের নজির ছিল না ইউনাইটেডের। ওই মৌসুমে মোট ৬৩ গোল হজম করেছিল ম্যানইউ। চলতি আসরে ৩৪ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহ ৬৪ পয়েন্ট। ৩৪ ম্যাচে সমান ৬৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে আর্সেনাল ও চেলসি। সমান ম্যাচ খেলে ৬৭ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম হটস্পার। রোববার ঘরের মাঠ গুডিসন পার্কে এভারটনের হয়ে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন, আইসল্যান্ডিক মিডফিল্ডার সিগুর্ডসন, ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে এবং ইংলিশ ফরোয়ার্ড থিও ওয়ালকোট। এভারটনের জার্সিতে অভিষেক মৌসুমে মোট ১৩ গোল পেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। চলতি প্রিমিয়ার লীগে ডি বক্সের বাইরে থেকে আসা শটে ৮ গোল হজম করলেন ম্যানইউর স্প্যানিয়ার্ড গোলরক্ষক ডেভিড ডি গেয়া। এর আগে ২০১৩-১৪ মৌসুমে দূরপাল্লার শটে সর্বাধিক ৯ গোল হজম করেছিলেন তিনি।  
রাতের আরেক ম্যাচে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-২ গোলে হারে আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসের হয়ে গোল পেয়েছেন বেলজিয়ান স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনটেকে, আইভরিয়ান ফরোয়ার্ড উইলফ্রেইড জাহা ও স্কটিশ মিডফিল্ডার জেমস ম্যাকআর্থার। প্রিমিয়ার লীগে নিজের ২০০তম ম্যাচে ৭০ গোল পূর্ণ হলো বেলজিয়ান স্ট্রাইকার বেনটেকের। চলতি মৌসুমে প্রতিপক্ষে মাঠে ক্রিস্টাল প্যালেসের হয়ে ৮ গোল পেলেন আইভরিয়ান তারকা জাহা। একমাত্র টটেনহ্যাম স্ট্রাইকার হ্যারি কেইন ১১ গোল এবং লেস্টার সিটির স্ট্রাইকার জেমি ভার্ডির ১০ গোল। আর্সেনালের গোলদাতা মেসুত ওজিল ও পিয়েরে-এমেরিক অবামেয়াং। আর্সেনালের ঘরের মাঠে ৫২ গোলে সরাসরি অবদান রাখেন জার্মান মিডফিল্ডার ওজিল (২০ গোল, ৩২ অ্যাসিস্ট)। ২০১৬ সালের পর প্রথমবারের মতো ঘরের মাঠে লন্ডন ডর্বিতে হার দেখলো আর্সেনাল। ২০১৬ জানুয়ারি মাসে এমিরেটস স্টেডিয়ামে চেলসির বিপক্ষে ১-০ গোলে হার দেখে গানাররা।
ফের শীর্ষে লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লীগে কার্ডিফ সিটিকে হারিয়ে ফের তালিকার শীর্ষে লিভারপুল। রোববার প্রতিপক্ষের মাঠে কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারায় অলরেডরা। পাঁচ বছর পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচে অপরাজিত থাকলো কোচ ইয়ুর্গান ক্লপের দল। এর আগে নর্দান আইরিশ কোচ ব্রেন্ডন রজার্সের দায়িত্বে ২০১৪ সালে টানা ৯ ম্যাচ অপরাজিত ছিল লিভারপুল। ৩৫ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৮৮ পয়েন্ট। এটি লিভারপুলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ। এর আগে ১৯৭৮-৭৯ মৌসুমে সর্বোচ্চ ৯৮ পয়েন্ট সংগ্রহ করেছিল লিভাপুল। আর ১৯৮৭-৮৮ মৌসুমে লিভারপুলের সংগ্রহ ছিল ৯০। এবার ৩৪ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।
ম্যাচের ২২তম মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষক নিল এথারেজকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো। ম্যাচের ৩৪তম মিনিটে মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর শট ফিরিয়ে দেন কার্ডিফের গোলরক্ষক  নিল এথারেজ। ম্যাচের ৫৭তম মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন ডাচ মিডফিল্ডার ভাইনালডাম।  খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে ডি বক্সের ভেতরে সালাহকে ফাউল করেন ইংলিশ ডিফেন্ডার সিয়েন মরিসন। তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ উইঙ্গার জেমস মিলনার। প্রিমিয়ার লীগে মিলনারের শেষ ১২ গোলের সবক’টিই এসেছে পেনাল্টি থেকে। আর ১২টি গোলই পেয়েছেন তিনি প্রতিপক্ষের মাঠে। আগামী শুক্রবার প্রিমিয়ার লীগের ম্যাচে অ্যানফিল্ডে হার্ডাসফিল্ড টাউনকে আতিথ্য দিবে লিভারপুল। আর আগামী ১লা মে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে অলরেডরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status