খেলা

রিয়াল মাদ্রিদে যে কীর্তি শুধু বেনজেমার

স্পোর্টস ডেস্ক

২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ৯:২৭ পূর্বাহ্ন

রিয়াল মাদ্রিদের ১১৭ বছরের ইতিহাসে এমন কীর্তি নেই কারো।  লা লিগায় রিয়াল মাদ্রিদের পক্ষে ৫ ম্যাচে একাই টানা ৮ গোল পেলেন করিম বেনজামা। এর মাঝে আর কোনো খেলোয়াড়ই গোল পায়নি। রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদোও (সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫০ গোল) এমনটা করে দেখাতে পারেননি। রোববার স্প্যানিশ লা লিগায় করিম বেনজেমার হ্যাটট্রিকে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ৩-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। দীর্ঘ ১ হাজার ২১৮ দিন পর হ্যাটট্রিকের দেখা পেলেন বেনজেমা।  সবশেষ ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে সুইডেনের ক্লাব মালমোর বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন বেনজেমা। ওই ম্যাচে ৮-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার হ্যাটট্রিকের সঙ্গে ৪ গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো, অপর গোলটি পান মাতেও কোভাচিচ। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ১০ বছরের ক্যারিয়ারে ওটা ছিল বেনজেমার একমাত্র হ্যাটট্রিক।
রোববার নিজেদের বার্নাব্যু মাঠে ৪৭, ৭৭ ও ৯০তম মিনিটে গোল নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ৩১ বছর বয়সী বেনজেমা। গত মাসে লা লিগায় হুয়েস্কার বিপক্ষে বেনজেমার শেষ মিনিটের গোলে ৩-২ ব্যবধানে জয় পায় রিয়াল। বেনজেমার জোড়া গোলে ২-১ ব্যবধানে এইবারকে হারায় রিয়াল মাদ্রিদ। পরের ম্যাচে ভ্যালেন্সিয়া বিপক্ষে ২-১ গোলে হারলেও গোল পেয়েছিলেন বেনজেমা। লেগানেসের বিপক্ষে বেনজেমার একমাত্র গোলে হার এড়ায় লস ব্লাঙ্কসরা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় মিলিয়ে ৩০ গোল পেয়েছেন বেনজেমা। আর লা লিগায় ২১ গোল করে বার্সার স্ট্রাইকার লুইস সুয়ারেজকে (২০) টপকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। লীগে ২১ গোলের মধ্যে বেনজেমা ১১টি পেয়েছেন হেড থেকে। চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লীগে হেড থেকে কেউই এতো গোল পায়নি। ম্যাচ শেষে কোচ জিনেদিন জিদান বলেন, ‘আমার কাছে করিমই বিশ্বের সেরা স্ট্রাইকার। অন্যরা হয়তো অন্য কোনো খেলোয়াড়কে পছন্দ করতে পারে, অনেক ভালো স্ট্রাইকার আছে বিশ্বে। কিন্তু আমি বেনজেমাকেই বেছে নেবো। ১০ বছর ধরে সে রিয়ালের জার্সি গায়ে যা করছে, সেটা প্রমাণ করে সে কত বড় খেলোয়াড়।’ চলতি লা লিগায় ৩৩ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৭৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সেলোনা। ম্যাচ শেষে  রিয়াল  স্ট্রাইকার করিম বেনজেমা বলেন, ‘আমার সব সময় লক্ষ্য থাকে কীভাবে মাঠে দলকে সাহায্য করতে পারি। আমি মাদ্রিদেই থাকছি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status