বাংলারজমিন

শাহবাজপুরে মসজিদের ইমামকে মারধর, উত্তেজনা

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ৯:১৩ পূর্বাহ্ন

শাহবাজপুরে মসজিদের ইমামকে মারধরের ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। একপক্ষ আদালত থেকে জামিন নিয়ে মসজিদে তালা দেয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভয়-আতঙ্কে অনেক সাধারণ মুসল্লি মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিয়েছেন। এ ধরনের বিষয় উল্লেখ করে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। গ্রামবাসী জানান, ভবানীপুর জামে মসজিদের ইমাম তাজুল ইসলাম (২৭)কে গত শনিবার মারধর করেন একই গ্রামের সাইদুর রহমান ও তার সহযোগীরা। ঘটনা পরবর্তী সময়ে গ্রামবাসী প্রতিবাদ করলে সাইদুর রহমানের পক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রসহ পুনরায় হামলা চালান। এতে ৪ জন গ্রামবাসী আহত হন। এ সময় গ্রামবাসী প্রতিরোধ গড়ে হামলাকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র আটক করেন। পরে আটককৃত মোটরসাইকেলসহ ধারালো অস্ত্রশস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষে কোষাধ্যক্ষ ফয়জুল হক বাদী হয়ে হামলাকারীদের ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন- ভবানীপুরের আবদুল করিমের ছেলে সাইদুর রহমান (২৮), আবদুল জলিলের ছেলে খালেদুর রহমান (২৩), আবদুছ ছালামের ছেলে রিপন (৩৫) ও মৃত আবদুল আজিজের ছেলে জসিম উদ্দিন (৩০)। এদিকে সাইদুর রহমান বাদী হয়ে গ্রামের ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ মামলায় পুলিশ নিরীহ গ্রামবাসীকে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জয়নাল উদ্দিন। পুলিশি ধরপাকড়ের ভয়ে গ্রামের অনেক লোক বাড়িছাড়া বলেও জানান তিনি। বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক জানান, উভয়পক্ষে আহত থাকায় পৃথক মামলা নেয়া হয়েছে। এলাকায় উত্তেজনা প্রশমনে পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status