বাংলারজমিন

কুলাউড়ায় ১৩ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ৮:৫১ পূর্বাহ্ন

 দায়িত্ব পাওয়ার অল্প দিনের ভেতর কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করেছে উপজেলা আহবায়ক কমিটি। ওই আহ্বায়ক কমিটি ১৩ই মে এর মধ্যে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। ইউনিয়ন ও পৌর কমিটি গঠনের পর কাউন্সিলের মাধ্যমে উপজেলা বিএনপির কমিটি গঠন করা হবে। জেলা কমিটির নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে আনুষ্ঠানিক এই কাজগুলো চালিয়ে চাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। এমনটি জানালেন কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ জানান ১১ই এপ্রিল থেকে এই কমিটি গঠন কার্যক্রম শুরু হয়। ধাপে ধাপে উপজেলার প্রতিটি ইউনিয়নে এই কমিটি গঠন কার্যক্রম চলে। ১১ই এপ্রিল মো. শফিক মিয়া কুলাউড়া ইউনিয়ন, মো. ছয়ফুজ্জামান চৌধুরী বরমচাল ইউনিয়ন, আজাদ মিয়া সিদ্দিকী ভাটেরা ইউনিয়ন ও ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু কে আহবায়ক করে জয়চন্ডী ইউনিয়ন এর আহবায়ক কমিটি গঠন করা হয়। ১২ই এপ্রিল এ্যাডভোকেট এ এন এম খালেদ লাকীকে ব্রাহ্মণবাজার ইউনিয়ন, মো. দেলওয়ার হোসেনকে আহবায়ক করে কাদিপুর ইউনিয়ন এর আহবায়ক কমিটি গঠন করা হয়। ১৮ই এপ্রিল আব্দুর রাজ্জাক-কে পৃথিমপাশা ইউনিয়ন, সৈয়দ ময়েজ উদ্দিন আকল রাউৎগাঁও ইউনিয়ন, জয়নাল আবেদীন বাচ্চু ভূকশিমইল ইউনিয়ন ও এ্যাডভোকেট আব্দুস সালামকে আহবায়ক করে কর্মধা ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়। ১৯শে এপ্রিল ইউপি চেয়ারম্যান  মো. জোনাব আলী শরীফপুর ইউনিয়ন, আলহাজ্ব খোরশেদ আলী চৌধুরী হাজিপুর ইউনিয়ন এবং মো. আব্দুল বাছিতকে আহবায়ক করে টিলাগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করার মধ্য দিয়ে ১৩ ইউনিয়ন বিএনপির কমিটি গঠন শেষ হয়। কুলাউড়া উপজেলার বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন ভূঁইয়ার পরিচালনায় ১৯শে এপ্রিল রাতে উপজেলা আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট আবেদ রাজা ও সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত প্যাডে ১৩ ইউনিয়নের প্রতিটিতে ১১ সদস্য বিশিষ্ট বিএনপির কমিটির অনুমোদন দেয়া হয়। এরই সাথে আগামী ১৩ই মে’র মধ্যে প্রতিটি ইউনিয়নে কাউন্সিল করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, সদস্য কামাল উদ্দিন আহমদ জুনেদ,আশরাফ আলী চৌধুরী, জয়নাল আবেদিন বাচ্চু, এম. এ. মজিদ, বদরুজ্জামান সজল, মো. রেদওয়ান খান, জয়নুল ইসলাম জুনেদ, মাহমুদ আলী, জয়নাল আবেদিন খাঁন, মঈনুল হক বকুল, হাজী রফিক মিয়া ফাতু ও শেখ শহীদুল ইসলাম প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status