এক্সক্লুসিভ

রূপগঞ্জে ভবনে রহস্যজনক বিস্ফোরণ, নিহত ২, দগ্ধ ৭

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ৮:৫০ পূর্বাহ্ন

রূপগঞ্জে একটি তিনতলা ভবনে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ভবনের নিচতলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে ঘটনাস্থলে দুজন মারা গেছেন। অগ্নিদগ্ধ হয়েছেন আরো ৭ জন। এদের মধ্যে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়ে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছেন, গ্যাসের পাইপলাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ভবনে বাস করা তিনজনকে আটক করেছে। গতকাল ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট চুঙ্গীরপাড় এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যেক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার ভোররাত সোয়া ৩টার দিকে সাওঘাট চুঙ্গীরপাড় এলাকায় আইনজীবী রাবেয়া আক্তার মিলির তিনতলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এতে ভবনের নিচতলা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। এসময় আশপাশের লোকজন ভবনের বাসিন্দাদের উদ্ধারে এগিয়ে এসে ধ্বংসসূ্তপের নিচ থেকে ভবনের নিচতলার ভাড়াটিয়া মেহেরপুরের মুজিবনগর থানাধীন কোমরপুর এলাকার দুদু মিয়ার ছেলে ও স্থানীয় নেক্সট  এক্সেসরিস লিমিটেড গার্মেন্টের প্রিন্ট অপারেটর শামিম (৩০) এবং ঝালকাঠির নলছিটি থানাধীন কয়া এলাকার রহিম বিশ্বাসের ছেলে একই প্রতিষ্ঠানের কোয়ালিটি কন্ট্রোলার হেলাল বিশ্বাস রাকিবের মৃতদেহ উদ্ধার করেন। এ সময় অগ্নিদগ্ধ একই গার্মেন্টের শ্রমিক তরিকুল ইসলাম, আরিফ মিয়া, আনোয়ার হোসেন, ফারুক আহমেদ, আরিফ রহমান, হযরত আলী এবং লিয়াকত হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। এদের মধ্যে গুরুতর দগ্ধ ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। বাকি আহত তিনজন আরিফ মিয়া, আনোয়ার হোসেন, ফারুক আহমেদকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়ার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। এ ব্যাপারে কাঞ্চন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভবনটির নিচতলা একেবারেই বিনষ্ট হয়ে গেছে। বিস্ফোরণে ভবনটি বসবাসের একেবারেই অনুপযোগী হওয়ায় আমরা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে ব্যানার ঝুলিয়ে দিয়েছি। নিম্নমানের গ্যাসের পাইনলাইন লিকেজ হয়ে রুমে গ্যাস জমাট বাধার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে আমাদের ধারণা।

অন্যদিকে তিতাস গ্যাসের সোনারগাঁও জোনের সুপারভাইজার ইসমাইল হোসেন জানান, ভবনের পাশ দিয়ে স্থাপিত তিতাস গ্যাসের হাই-প্রেসারের পাইপলাইন থেকে অবৈধভাবে গ্যাসের সংযোগ নিয়েছিলো ভবন মালিক। গত রোববার শবে বরাত উপলক্ষে আশেপাশের মিল-কারখানা বন্ধ থাকায় গ্যাসের প্রেসার বেড়ে যাওয়ায় তিনতলা বাসার নিচতলায় পাইপ ফেটে  বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা। এব্যাপারে ভবনটির মালিক রাবেয়া আক্তার মিলি বলেন, আমার ভবনটির মধ্যে সংযোগ দেয়া গ্যাস লাইনে কোন ত্রুটি ছিল না। গ্যাস লাইন বিস্ফোরণের কোন আলামতও নেই। ষড়যন্ত্রমূলকভাবে কেউ এ ভবনে অন্য কোন দ্রব্যের সাহায্যে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল হক বলেন, বিস্ফোরণে দুজন মারা গেছেন। তাদের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর গ্যাসের পাইপ বিস্ফোরণ হলে পুরো নিচতলা ধ্বংস হবার কথা নয়। এ ঘটনা পুলিশের কাছে রহস্যজনক মনে হওয়ায় আমরা জিজ্ঞাসাবাদের জন্য ভবনের তিনজন ভাড়াটিয়েকে হেফাজতে রেখেছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status