এক্সক্লুসিভ

ব্রিজ নির্মাণে অনিয়ম দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার

২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ৮:৪৮ পূর্বাহ্ন

ব্রিজ নির্মাণে নিম্নমানের কাঁচামাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার নাটোরের বড়াইগ্রামে ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় এই পৃথক অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।  দুদক জানায়, নাটোরের বড়াইগ্রামে বড়াল নদীর ব্রিজ নির্মাণ কার্যক্রমে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম।  দুদক টিম ঘটনাস্থলে গিয়ে জানতে পারে, বড়াল নদীতে ৫৮ লাখ টাকা ব্যয়ে ১২ মিটার দীর্ঘ ব্রিজ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগে এলাকাবাসী ওই নির্মাণকাজ বন্ধ করে দেয়। এ সময় প্রাথমিকভাবে খুবই নিম্নমানের বালি ও পাথর দিয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছিল বলে প্রমাণ পায় এনফোর্সমেন্ট টিম। এসময় দুদক ওই কাজের দায়িত্বপ্রাপ্ত পৌরসভার প্রকৌশলী এবং মেয়রের সঙ্গে কথা বলেন।  টিম বিস্তারিত তথ্যসহ কমিশনে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করবে।

এতিকে,  কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় হাসপাতালে নার্স এবং অন্যান্য কর্মচারী রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেন, সেবা প্রদান করতে কুণ্ঠাবোধ করেন এবং নিম্নমানের খাবার সরবরাহ করেন বলে অভিযোগ পায় দুদক। খাবারের মান নিয়ে প্রাপ্ত অভিযোগ খতিয়ে দেখতে টিম স্বাস্থ্যকেন্দ্রের রান্নাঘর পরিদর্শন করে অস্বাস্থ্যকরভাবে খাবার প্রস্তুত ও রোগীদের মাঝে সরবরাহের তথ্য নিশ্চিত হয়।  খাবার ও সেবা প্রদানের মানোন্নয়নে জেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অনুরোধ করে দুদক টিম। জেলা স্বাস্থ্য কর্মকর্তা ওই স্বাস্থ্যকেন্দ্রের যাবতীয় সমস্যার সমাধানে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। অপর দিকে, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুঁটি লাগানোর অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status