বিনোদন

কলকাতায় আজীবন সম্মাননা পেলেন কবরী

কলকাতা প্রতিনিধি

২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ৮:১১ পূর্বাহ্ন

বাংলাদেশের বিশিষ্ট অভিনেত্রী কবরী সারোয়ারকে কলকাতায় এক অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেয়া হয়েছে। গত শুক্রবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স (বিএফটিসিসি)-র আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং চতুর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে দুই বাংলার  ৫ জন বিশিষ্ট মানুষকে আজীবন সম্মাননা দেয়া হয়েছে। অভিনেত্রী কবরী সারোয়ারকে চলচ্চিত্রে অবদান রাখার জন্য  ‘রাজ রাজ্জাক লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দিয়ে সম্মানিত করা হয়েছে। তার হাতে মানপত্র ও একটি প্লেক তুলে দেন বিশিষ্ট সুরকার দেবজ্যোতি মিশ্র ও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পুরস্কার নিয়ে কবরী বলেন, কলকাতা আমার অন্যতম প্রিয় শহর। সময় পেলে ছুটে আসি এখানে। আর কলকাতায় এই সম্মান পেয়ে আমি গর্বিত এবং আপ্লুত। এদিনের অনুষ্ঠানে বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে দেয়া হয়েছে বিশেষ ‘ইনফরমেশন কমিউনিকেশন এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড’। তার হয়ে এই পুরস্কার গ্রহণ করেন বিশিষ্ট সাংবাদিক নঈম নিজাম। তিনি পুরস্কার নিয়ে বলেন, এই পুরস্কারের ফলে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় হবে এবং এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহিত করবে। এদিনের অনুষ্ঠানে কলকাতার বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়কে হীরালাল সেন নামাঙ্কিত আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা উৎপলেন্দু চক্রবর্তীকে সম্মানিত করা হয়েছে  ‘দেবকী কুমার বসু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দিয়ে।  ১১৫ বছরের চলচ্চিত্র প্রতিষ্ঠান অরোরা ফিল্মকে দেয়া হয়েছে ‘বিএন সরকার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’। এদিনের অনুষ্ঠানে তনুশ্রীশঙ্করের ট্রুপ নৃত্য পরিবেশন করে। শুরুতে প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশের চিত্রনায়ক আলমগীর, বাংলা ছবির জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ, মন্ত্রী ব্রাত্য বসু, চলচ্চিত্র পরিচালক শতরূপা সান্যাল ও বিএফটিসিসি’র সভাপতি ফেরদৌসাল হাসান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status