বিনোদন

২৫শে এপ্রিল ‘একটি সুতার জবানবন্দি’

স্টাফ রিপোর্টার

২২ এপ্রিল ২০১৯, সোমবার, ৫:১০ পূর্বাহ্ন

রানা প্লাজা বিপর্যয়ের ষষ্ঠবার্ষিকীতে জার্মান কালচারাল সেন্টার গ্যোথে ইনস্টিটিউটে দেখানো হচ্ছে ‘একটি সুতার জবানবন্দি’। পোশাকশিল্পের দুর্ঘটনা ও কর্মীদের মানবেতর জীবনযাপন নিয়ে এ প্রামাণ্য চলচ্চিত্রটির দৈর্ঘ্য ৫০ মিনিট। আগামী ২৫ এপ্রিল এই বিশেষ প্রদর্শনীটি হবে। কামার আহমাদ সাইমনের রচনা ও পরিচালনায়, সারা আফরীনের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘একটি সুতার জবানবন্দি’। এছাড়াও এটি প্রযোজনা করেছে এশিয়ার অন্যতম চারটি প্রধান টেলিভিশন-জাপানের এনএইচকে, কোরিয়ার কেবিএস, তাইওয়ানের পিটিএস ও সিঙ্গাপুরের মিডিয়াকর্প। রানা প্লাজার বিপর্যয়ের পর গত কয়েক বছর ধরে এটি প্রদর্শন হয়ে আসছে। ‘শুনতে কি পাও!’খ্যাত নির্মাতা কামার আহমাদ সাইমন এ মুহূর্তে ব্যস্ত আছেন তার নির্মিতব্য ওয়াটার ট্রিলজির দ্বিতীয় ছবি ‘অন্যদিন’-এর পোস্ট ও ‘শিকলবাহা’র প্রি-প্রোডাকশন নিয়ে। ‘একটি সুতার জবানবন্দি’র প্রদর্শনীর ব্যাপারে কামার জানান, ২৫শে এপ্রিল সন্ধ্যা ৬টায় এটি দেখানো হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status