বিনোদন

মস্কোতে ‘শনিবার বিকেল’

স্টাফ রিপোর্টার

২২ এপ্রিল ২০১৯, সোমবার, ৪:১৬ পূর্বাহ্ন

‘শনিবার বিকেল’ ছবিটি এবারের ৪১তম রাশিয়ার মস্কো আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। ছবিটি নির্মাণ করেছেন দর্শকপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রাশিয়ার মস্কোতে ১৮ই এপ্রিল শুরু হয়েছে এই উৎসব। চলবে ২৫শে এপ্রিল পর্যন্ত। ‘শনিবার বিকেল’ ছবিটি প্রযোজনা করেছেন আব্দুল আজিজ, মোস্তফা সরয়ার ফারুকী ও আনা কাচকো। আর প্রযোজনা প্রতিষ্ঠানগুলো হলো জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মস্কোতে ‘শনিবার বিকেল’ ছবিটির প্রদর্শনীতে উপস্থিত থাকবেন এ ছবির অভিনেতা জাহিদ হাসান, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও ছবির অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। জানা যায়, সোমবার সকালে তাঁরা মস্কোর উদ্দেশে রওনা হন। এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন জাহিদ হাসান। এবার উৎসবে জুরিপ্রধান হয়েছেন কোরিয়ার মাস্টার ফিল্মমেকার কিম কি দুক‘। ‘শনিবার বিকেল’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ অনেকে। জানা যায়, এ ছবির গল্প রাজনৈতিক সাসপেন্স থ্রিলার ধাঁচের। গল্পের মধ্যে শ্বাসরুদ্ধকর ব্যাপার আছে, আর শিল্পী ও কলাকুশলীরা শ্বাসরুদ্ধকর পরিবেশেই কাজটি করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status