খেলা

নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে উজ্জ্বল এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

২২ এপ্রিল ২০১৯, সোমবার, ২:১৫ পূর্বাহ্ন

টানা তিন ম্যাচ জয় বঞ্চিত থেকে শিরোপা নিশ্চিত করার অপেক্ষাটা বাড়ছিল প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। রোববার কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে মোনাকোর বিপক্ষে ৩-১ গোলে জয় নিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করলো টমাস টুকেলের দল। ৮৮দিন পর মাঠে ফেরলেন ব্রজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার। তার প্রত্যাবর্তনের দিনে উজ্জ্বল ফরাসি ‘বিস্ময় বালক’ কিলিয়ান এমবাপ্পে। তার দুর্দান্ত হ্যাটট্রিকে অষ্টমবারের মতো শিরোপা জয়ে স্বাদ পেল পিএসজি।
পার্ক দি প্রিন্সেসে ম্যাচের শুরুর ১৫তম মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় পিএসজি। ফরাসি উইঙ্গার মুসা দিয়েবের পাস থেকে কাউন্টার অ্যাটাকে গোল করেন এমবাপ্পে। ম্যাচের ৩৮তম মিনিটে ফের এমবাপ্পের গোলে ব্যবধান দ্বিগুণ করেন। দানি আলভেজের পাস থেকে লক্ষ্যভেদ করেন এই ফরাসি ফরোয়ার্ড। ম্যাচের ৫৫তম মিনিটে দানি আলভেজের সহায়তায়  মোনাকোর জালে বল জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন বিশ্বকাপ জয়ী এই তারকা। এ গোলে লীগ ওয়ানের সর্বোকনিষ্ঠ ফুটবলার হিসেবে ৩০ গোলের কীর্তি গড়লেন এমবাপ্পে। ১৬ বছর পর ফরাসি ফুটবলার হিসেবে এতো গোল করার কীর্তি গড়লেন তিনি। এর আগে ২০০৩-০৪ মৌসুমে আর্সেনালের হয়ে ৩০ গোল করেন থিয়েরি অঁরি। ম্যাচে ৮০তম মিনিটে লিলের হয়ে একমাত্র গোলটি করেন রাশিয়ান মিডফিল্ডার আক্সেসান্দ্র গোলোভিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status