ভারত

প্রচারে বাংলাদেশি অভিনেতাদের ব্যবহারে তৃণমূলের স্বীকৃতি বাতিলের দাবি বিজেপির

কলকাতা প্রতিনিধি

২২ এপ্রিল ২০১৯, সোমবার, ১১:৪৩ পূর্বাহ্ন

দুই বাংলাদেশি অভিনেতাকে পশ্চিমবঙ্গের  লোকসভা নির্বাচনের প্রচারে ব্যবহার করার অভিযোগে তৃণমূল কংগ্রেস দলের স্বীকৃতি বাতিলের দাবি জানিয়েছে বিজেপি। ইতিমধ্যেই  এই দাবি জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এবং কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে চিঠিও দিয়েছে বিজেপি। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাহুল সিংহ বলেছেন, কোনও বিদেশি আমাদের দেশের সরকার গঠন বা ভোটে ভূমিকা নিতে পারেন না। এটা সংবিধান বিরোধী। এই কাজ করানোর জন্য তৃণমূল কংগ্রেসের স্বীকৃতি বাতিল হওয়া উচিত। এর আগে রাহুল এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জামায়েতের যোগসাজোশ রয়েছে অভিযোগ তুলে এনআইএকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। উল্লেখ্য,  রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালে সমর্থনে রোডশোতে অংশগ্রহণের অভিযোগে বাংলাদেশি অভিনেতা ফেরদৌস আহমেদকে ভারত ছাড়ার নোটিস দিয়েছিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযোগ উঠেছে, আরও এক বাংলাদেশি অভিনেতা গাজী নূর দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে প্রচারে অংশ নিয়েছিলেন। তাকেও ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। নূরের বিরুদ্ধে আরও অভিযোগ গত নয় মাস ধরে তিনি বৈধ কাগজ ছাড়াই ভারতে রয়েছেন। গত জুলাইয়ে তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এরপরও তিনি তা বৃদ্ধির কোনও আবেদন জানান নি। তবে বিজেপির পক্ষ থেকে দলের স্বীকৃতি বাদিলের যে দাবি জানানো হয়েছে তার প্রতিক্রিয়ায় রাজ্যের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম কলেছেন, বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলে তারা এই সব আবোল-তাবোল দাবি তুলে ভেসে থাকার চেষ্টা করছে। একজন অভিনেতা বন্ধুদের সঙ্গে রায়গঞ্জে প্রচারে গিয়েছিলেন। আর একজন তো যানই নি। ফলে এই সব বলে বিজেপি-র কোনও লাভ হবে না।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status