দেশ বিদেশ

বিএনপি কখনোই প্যারোলে খালেদা জিয়ার মুক্তি দাবি করেনি: ফখরুল

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

২১ এপ্রিল ২০১৯, রবিবার, ৯:৪৪ পূর্বাহ্ন

 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনোই প্যারোলে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেনি। এসব অবান্তর তথ্য কিছু মিডিয়ায় এসেছে। এসব গুজব, কিছু মিডিয়ার সৃষ্টি। বেগম খালেদা জিয়ার মুক্তির বিনিময়ে বিএনপির নির্বাচিত এমপিরা সংসদে যাবে এমন তথ্যও সঠিক নয়। তিনি বলেন, সরকারের মধ্যে অনেক এমপি-মন্ত্রী আছেন যারা সাজাপ্রাপ্ত হয়েও মুক্ত আছেন। অথচ বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। সরকার তাকে যথাযথ চিকিৎসা না দিয়ে কারাগারে রেখেই মারতে চাচ্ছে। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা হবে। কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে নিহত বাচ্চু মিয়ার পরিবারসহ ক্ষতিগ্রস্ত শতাধিক নেতাকর্মীর পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ও সাংবাদিকদের সঙ্গে পৃথক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। গতকাল বিকালে জেলার সদর দক্ষিণ উপজেলার নোয়াগাঁও গ্রামে সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল আরো বলেন, যে চিন্তা-ভাবনা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি আওয়ামী লীগ সেই চিন্তা- চেতনাকে শেষ করে দিয়েছে। তারা গণতন্ত্রকে শেষ করে দিয়েছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তারা পিস্তল, বন্দুকের জোরে এবং আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ক্ষমতা ধরে রাখতে চায়। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে একটি দেউলিয়া দলে পরিণত হয়েছে। তিনি বলেন, শেখ মুজিব বাকশাল করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। এখন তারা বাকশালী কায়দায় মানুষের গণতান্ত্রিক সকল অধিকার কেড়ে নিচ্ছে। তিনি আরো বলেন, একাদশ সংসদ নির্বাচনে আমরা (বিএনপি) পরাজিত হয়েছি বিশ্বাস করি না। আমরা নির্বাচনে না গেলে আওয়ামী লীগ যে একটি জনবিচ্ছিন্ন দল তা জনগণের কাছে প্রমাণিত হতো না। ’৭১-এর দখলদার সরকার ও ’৯০-এর স্বৈরাচার সরকার থেকেও আওয়ামী লীগ সরকার আরো ভয়ঙ্কর। তাই হরতাল-অবরোধ করে নয়, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ঐক্য সংহতি পরিষদ এবং কুমিল্লা-১০ সংসদীয় আসনের বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিরুল হক চৌধুরীর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. চৌধুরী সায়মা ফেরদৌস। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাংবাদিক নেতা শওকত মাহমুদ ও কবির মুরাদ, দলের কেন্দ্রীয় নেতা আবদুল আউয়াল খান, শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সৈয়দ জাহাঙ্গীর আহমেদ প্রমুখ। এর আগে দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় বিএনপি আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status