দেশ বিদেশ

কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তন উদ্বোধন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

২১ এপ্রিল ২০১৯, রবিবার, ৯:২৮ পূর্বাহ্ন

গত ৩রা জানুয়ারি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান বাংলাদেশের শুদ্ধ রাজনীতির আইকন সৈয়দ আশরাফুল ইসলাম। তার এই মহাপ্রয়াণে রাজনৈতিকভাবে যেমনি অভিভাবকশূন্য হয়ে পড়েছে কিশোরগঞ্জ, তেমনি বাংলাদেশ অনুভব করছে বিরল এই রাজনীতিকের শূন্যতাকে। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মহাপ্রয়াণের পর প্রথমবারের মতো কোনো স্থাপনার নামকরণ করা হয়েছে জনতার এই নেতার নামে। নবনির্মিত কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনটির নামকরণ করা হয়েছে সৈয়দ আশরাফুল ইসলামের নামে। ‘সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তন’ নামে মিলনায়তনটির নামফলক উন্মোচন করা হয়েছে গতকাল। বিকালে ‘সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তন’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ‘শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। এ সময় তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ফ্রন্ট ডেস্ক ও সেবা গ্রহীতা ছাউনি উদ্বোধন ছাড়াও একটি ক্রিসমাস ট্রি রোপণ করেন। এ ছাড়া তিনি কিশোরগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্সে পিতার নামে স্থাপন করা ‘শহীদ সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধ বিষয়ক কর্নার’ এর উদ্বোধন করেন। পরে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি উপজেলা পরিষদ সভাকক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলায় কর্মরত কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এ ছাড়া সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি কিশোরগঞ্জ সদর উপজেলার হোটেল কর্মচারীদের মাঝে ফিটনেস সার্টিফিকেট বিতরণ করেন। এসব কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কিশোরগঞ্জ সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, নারীনেত্রী বিলকিস বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহদী হাসান জানান, প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের উদ্যোগে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছিল। এই কমপ্লেক্সে এই কীর্তিমান মানুষটির নামে অন্তত কিছু একটা করার দায়বোধ থেকেই তার নামে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনের নাম ‘সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তন’ করা হয়েছে। এ ছাড়া উনার মহান পিতা মুক্তিযুদ্ধকালীন সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কিশোরগঞ্জের সূর্যসন্তান শহীদ সৈয়দ নজরুল ইসলামের স্মৃতিকে ধারণ করার জন্য এখানে ‘শহীদ সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধ বিষয়ক কর্নার’ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে মহান এই দুই কর্মবীরকে যদি আমরা কিছুটা হলেও সম্মান জানাতে পারি, তাহলেই উপজেলা প্রশাসনের প্রচেষ্টা সার্থকতা পাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status