দেশ বিদেশ

আশুগঞ্জে ১৪৪ ধারা জারি

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

২১ এপ্রিল ২০১৯, রবিবার, ৯:২৭ পূর্বাহ্ন

আশুগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপ একই স্থানে সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল দুপুর থেকে আজ রোববার রাত ১২টা পর্যন্ত আশুগঞ্জ উপজেলা শহরের সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। তবে একই স্থানে দু’পক্ষের সভা আহ্বান করায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফলে সংঘর্ষের আশংকায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মুর্শেদ ১৪৪ ধারা জারি করেন। গতকাল দুপুর থেকে নিষেধাজ্ঞা জারির মাইকিং শুরু করেছে প্রশাসন।     
একাধিক সূত্র জানায়, গতকাল শনিবার বিকাল ৩টায় আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক-১ আবু নাছের আহমেদ সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বান করেন। সভা আহ্বানের পর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মো. ছফিউল্লাহ মিয়া একই স্থানে একই সময়ে আওয়ামী লীগের প্রতিবাদ সভা আহ্বান করেন। এবং দুই গ্রুপই একই সময়ে বর্ধিত সভা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত করার উদ্যোগ নেন। বিষয়টি প্রশাসন অবহিত হলে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে মাইকিং করে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেন।  
তবে হাজী মো. ছফিউল্লাহ মিয়ার গ্রুপ সভা স্থগিত করলেও আবু নাছের আহমেদের গ্রুপ শহরের পূর্ব বাজারে বিওসি ঘাটে বর্ধিত সভা আহ্বান করে। সভায় দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status