অনলাইন

যতদিন সুশাসন প্রতিষ্ঠা না হবে ততদিন এসব ঘটনা ঘটতে থাকবে

স্টাফ রিপোর্টার

২০ এপ্রিল ২০১৯, শনিবার, ৩:৫৪ পূর্বাহ্ন

মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান বলেছেন বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। ধর্ষণের মতো ঘটনার বিচার পাওয়া দুষ্কর। দীর্ঘসূত্রতা, সাক্ষীর অভাব, পুলিশের বিভিন্ন টালবাহানা বিচারের জন্য বড় বাধা। যখন নির্যাতিতরা বিচার পায় না। তখন আসামিরা উস্কানি পেয়ে যায় যে তারা টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে পার পেয়ে যাবে। রাজনৈতিক দুবৃত্তায়নের কারণে দেখা যায় আসল আসামিকে রেখে যাকে তাকে ধরে নিয়ে আসছে। যতদিন আইনের সুশাসন প্রতিষ্ঠা না হবে ততদিন এসব ঘটনা ঘটতে থাকবে। আর মেয়েদের বিষয়টি হচ্ছে নাজুক একটি বিষয়। শিশু বা বড় মেয়ে বলে কোনো কথা নেই মেয়ের শরীরের একটি অবয়ব থাকলেই সে যৌন নির্যাতনের শিকার হচ্ছে। দেশে আইনশৃঙ্খলা বাহিনীর মূল্যবোধের ধস, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে  মাদকের ব্যবহার বেড়ে গেছে। আমাদের জনপ্রতিনিধিরা যদি কঠোরভাবে মাদককে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ধর্ষণের ঘটনাও কমে আসবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status