এক্সক্লুসিভ

চার দিনেই ২৪৫৮ কোটি টাকা মূলধন হারিয়েছে ডিএসই

অর্থনৈতিক রিপোর্টার

২০ এপ্রিল ২০১৯, শনিবার, ৯:২৬ পূর্বাহ্ন

গত সপ্তাহের দুই কার্যদিবসেই বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূলধন হারিয়েছে ২ হাজার ৪৫৮ কোটি টাকা। সেই সঙ্গে কমেছে সবক’টি মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ। ১লা বৈশাখ উপলক্ষে গত সপ্তাহে রোববার শেয়ারবাজারে লেনদেন হয়নি। ফলে সপ্তাহটিতে প্রথম কার্যদিবস ছিল সোমবার। ওইদিন দরপতন দিয়ে শেষ হয় লেনদেন। পরের কার্যদিবসও দরপতন অব্যাহত থাকে। তবে শেষ দুই কার্যদিবসে ডিএসইতে মূল্যসূচক বাড়ে। এতে সপ্তাহজুড়ে বাজারটিতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এরপরও মূল্যসূচকের পতন রক্ষা করা যায়নি। গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ১৭৬টির দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৪৩টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম। বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ার পরও সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯৫ হাজার ১৬৩ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩ লাখ ৯৭ হাজার ৬২১ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ২ হাজার ৪৫৮ কোটি টাকা।

এদিকে গত সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪.৯৮ পয়েন্ট বা ০.০৯ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে ১৩৩.৫২ পয়েন্ট বা ২.৪৫ শতাংশ। অন্য দুটি মূল্যসূচকের মধ্যে গত সপ্তাহে ডিএসই-৩০ আগের সপ্তাহের তুলনায় কমেছে ৫.৪০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্‌ সূচক কমেছে ৫.৬১ পয়েন্ট।

এদিকে সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩০৮ কোটি ১৫ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৩৩৪ কোটি ৬৯ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ২৬ কোটি ৫৪ লাখ টাকা বা ৭ দশমিক ৯৩ শতাংশ।
আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ২৩২ কোটি ৬২ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ১ হাজার ৬৭৩ কোটি ৪৯ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন কমেছে ৪৪০ কোটি ৮৭ লাখ টাকা বা ২৬.৩৪ শতাংশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status