দেশ বিদেশ

নুসরাত পুড়িয়ে হত্যা

মাদরাসার ব্যবস্থাপনা কমিটি বাতিল

ফেনী প্রতিনিধি

২০ এপ্রিল ২০১৯, শনিবার, ৯:২৫ পূর্বাহ্ন

সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্যরা জড়িত থাকার অভিযোগ ওঠায় বর্তমান ম্যানেজিং (ব্যবস্থাপনা) কমিটি বাতিল করে এডহক (আহবায়ক) কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান জানান, ‘সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ম্যানেজিং কমিটি (ব্যবস্থাপনা) বাতিল করে এডহক (আহ্বায়ক) কমিটি গঠনের নির্দেশ দিয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি চিঠি পেয়েছেন। গত বুধবার চিঠিটি জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছে। ওই চিঠির আলোকে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তুতি চলছে। তবে কমিটি গঠন করতে হলে নীতিমালা অনুসারে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকতে হবে। আমরা সে জন্য অপেক্ষা করছি।’ এদিকে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি কে এম এনামুল করিমের নেতৃত্বে ঘটনার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন হলেও শুক্রবার পর্যন্ত ওই তদন্তের অগ্রগতি জানা যায়নি। প্রথমে তিন কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করার কথা থাকলেও পরবর্তীতে আরো ১০ কার্যদিবস সময় বৃদ্ধি করা হয়। তবে এ বিষয়ে পিকে এম এনামুল করিমের সঙ্গে শুক্রবার বিকেলে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। গত ৬ই এপ্রিল সকালে নুসরাত আলিমের আরবি পরীক্ষা প্রথম পত্র দিতে গেলে মাদরাসায় দুর্বৃত্তরা গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় দগ্ধ নুসরাত ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৫দিন পর ১০ই এপ্রিল রাতে মারা যায়।
পরদিন ১১ এপ্রিল বিকেলে তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে প্রধান আসামী করে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে নুসরাতে ভাই মাহমুদুল হাসান নোমান ৮ই এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করে। বৃহস্পতিবার রাত পর্যন্ত ওই মামলায় এজহার নামীয় ৮ জনসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। এদের মধ্যে ৪ জন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। অপর ১৩ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status