বাংলারজমিন

ইউপি কার্যালয় থেকে নারীসহ ইউপি সদস্য আটক

নীলফামারী প্রতিনিধি

২০ এপ্রিল ২০১৯, শনিবার, ৮:৫০ পূর্বাহ্ন

ভিজিডি কার্ড দেয়ার প্রলোভন দেখিয়ে রামনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বাথরুমে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় মহিলাসহ আশরাফ হোসেন নামের এক ইউপি সদস্যকে আটক করেছে গ্রামবাসী। উত্তেজিত গ্রামবাসী লম্পট ওই ইউপি সদস্যকে উত্তম-মধ্যম দিয়ে থানায় দিয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহসপতিবার সন্ধ্যায়। সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাবু জানান, ৮নং ওয়ার্ড সদস্য আশরাফ হোসেন একই ওয়ার্ডের স্বামী পরিত্যক্তা ৩২ (মঞ্জুআরা বেগম ওরফে সুফিয়া) ওই মহিলাকে বিকাল সারে পাঁচটার দিকে নির্জন অফিসের বাথরুমে নিয়ে যায়। বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে গেলে তাকে হাতেনাতে আটক করে। স্থানীয় সূত্র জানায়, একটি মহল কতিপয় হলুদ সাংবাদিকের সহায়তা নিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার জোর প্রচেষ্টা চালালেও শেষরক্ষা হয়নি। রাতে সদর থানা পুলিশ লম্পট ইউপি সদস্য আশরাফ হোসেন ও আটক ওই মহিলাকে থানায় নিয়ে আসে। আশরাফ হোসেন বিশমুড়ি চাঁদেরহাট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। অভিযোগ উঠেছে, ওই ইউপি সদস্য দীর্ঘদিন থেকে ভিজিডি, ভিজিএফ কার্ডসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার প্রলোভন দেখিয়ে এলাকার অসহায় নারীদের সঙ্গে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status