বাংলারজমিন

হিরো আলমের জামিন

বগুড়া প্রতিনিধি

১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার, ৯:০২ পূর্বাহ্ন

বউ পেটানোর মামলায় জামিন পেয়েছেন হিরো আলম। মামলার বাদী হিরো আলমের শ্বশুর আপস করায় এবং হিরো আলমের স্ত্রী স্বামীর সঙ্গে সংসার করতে চাওয়ায় তাকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার হিরো আলমের জামিন মঞ্জুর করেন। এ সময় হিরো আলম ও তার স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন।
হিরো আলমের আইনজীবী মাসুদার রহমান স্বপন জানান, হিরো আলমের জামিন শুনানিকালে তার স্ত্রী কোনো আপত্তি জানায়নি। বরং আদালতকে বলেছেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মামলা করেছেন। এখন তিনি হিরো আলমের সঙ্গে সংসার করবেন। এর আগে গত ২৫শে মার্চ জামাইয়ের বিরুদ্ধে মামলা চালাবেন না জানিয়ে কারাবন্দি হিরো আলমের শ্বশুর সাইফুল আদালতে আপসনামা দাখিল করে জামিন চাওয়ায় তার স্ত্রী ও শ্বশুরকে ভর্ৎসনা করেন আদালত। পরে জামিন আবেদন নাকচ করে ১৮ই এপ্রিল হিরো আলমকে আদালতে হাজির করার নির্দেশ দেন বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার। ১৮ই এপ্রিল হিরো আলমের উপস্থিতিতে তার জামিন শুনানি হবে মর্মে আদেশ দেয়া হয় সেদিন। উল্লেখ্য, গত ৬ই মার্চ হিরো আলমের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে প্রতিবাদ করায় স্ত্রীকে মারপিট করে হিরো আলম। এ ঘটনায় তার স্ত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে থানায় হিরো আলমের নামে মামলা হয়। ওই মামলায় সে কারাগারে ছিল।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status