বিনোদন

স্বর্ণ পাম নিতে রাজি এবার আলা দ্যুলো

বিনোদন ডেস্ক

১৮ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ১:৫৫ পূর্বাহ্ন

কান চলচ্চিত্র উৎসবের স্বর্ণ পাম আরাধ্য একটি পুরস্কার। ক্লিন্ট ইস্টউড, উডি অ্যালেন, জেন ফন্ডা, বার্নার্দো বার্তোলুচ্চি, আনিয়েস ভারদার মতো কিংবদন্তিরা এই সম্মানে ভূষিত হয়েছেন। এ তালিকায় এতদিনে ঢুকে যেতো ফরাসি অভিনেতা আলা দ্যুলোর নাম। আয়োজকরা তাকে অনেক সময় ধরে সম্মানসূচক পাম দ’র দিতে  চেয়েছেনও। কিন্তু তিনি সংকোচ  বোধ করে রাজি হননি। তার যুক্তি, কান হলো সিনেমা উদযাপনের বৈশ্বিক মঞ্চ। এই আয়োজনে এমনিতেই আসা যায়। পুরস্কারের দরকার কী! রূপালি পর্দায় তার অসাধারণ কাজগুলোর প্রতি সম্মান জানাতে ৭২তম কান চলচ্চিত্র উৎসবে তাকে দেওয়া হচ্ছে সম্মানসূচক পাম দ’র। এ প্রসঙ্গে কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, তিনি পুরোপুরি সিনেমার মানুষ। তিনি একজন কিংবদন্তি। উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো বলেন, আলা দ্যুলো সম্মানসূচক পাম দ’র গ্রহণে সম্মতি জানিয়েছেন। এজন্য পিয়ের লেসকিউর (উৎসবের সভাপতি) ও আমি আনন্দিত। তিনি শক্তিমান মানুষ, জীবন্ত কিংবদন্তি ও গ্লোবাল আইকন। জাপানে তাকে পরম শ্রদ্ধার চোখে দেখা হয়। সেখানে তিনি স্প্রিং সামুরাই হিসেবে পরিচিত। ১৯৬০ সালে রেনে ক্লেমো পরিচালিত ‘পারপাল নুন’ ছবির মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি পান তিনি। তখন তার বয়স মাত্র ২৫ বছর। এরপর ধ্রুপদী অনেক ছবিতে দেখা গেছে তাকে। ৮০টিরও বেশি ছবি আছে তার ঝুলিতে। ১৯৬৪ সালে আলা ক্যাভালিয়ের পরিচালিত ‘দ্য আনভ্যানকুইশড’ ছবির মাধ্যমে প্রযোজনায় নাম লেখান আলা দ্যুলো। এরপর ক্রাইম থ্রিলার ধাঁচের দুটি ছবি (দ্য ফাইটার, ফর অ্যা কপ’স হাইড) পরিচালনা করেন তিনি। জ্যঁ-প্যাট্রিক মোঁশেতের উপন্যাস অবলম্বনে এগুলোর চিত্রনাট্য সাজানো হয়। কানের ৬০তম বর্ষপূর্তিসহ আরও কয়েকবার নিজের কয়েকটি ধ্রুপদী ছবি পুনরুদ্ধারে সহযোগিতার জন্য এসেছেন তিনি। আগামী ১৪ মে শুরু হবে কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসর। ওইদিন দেখানো হবে মার্কিন নির্মাতা জিম জারমাশের জম্বি কমেডি ‘দ্য ডেড ডোন্ট ডাই’। এটি আছে স্বর্ণ পামের দৌড়ে। বাকিগুলোর নাম ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। এবার প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান থাকছেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। উৎসব চলবে ২৫শে মে পর্যন্ত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status