বিশ্বজমিন

যুদ্ধ: লিবিয়ায় ২৫০ বাংলাদেশীকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ স্থানে

মানবজমিন ডেস্ক

১৮ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ১:৫১ পূর্বাহ্ন

প্রতীকী ছবি

লিবিয়ায় সরকার ও সেনাবাহিনীর মধ্যকার যুদ্ধে আটকে পড়া ২৫০ বাংলাদেশী শ্রমিককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। রাজধানী ত্রিপোলিতে একটি নিরাপদ স্থানে ক্যাম্পে রাখা হয়েছে তাদেরকে। সেখানে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আশরাফুল ইসলাম এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আটকে পড়া ওইসব বাংলাদেশীকে আমরা সরিয়ে নিয়েছি। তারা আটকে পড়ার পর আমাদের কাছে সহায়তা চেয়েছিলেন। তারা কোথায় আছেন তা জানতে জিপিএস ব্যবস্থার আশ্রয় নেয়া হয়। এ জন্য সহায়তা চাওয়া হয় লিবিয়ান রেডক্রসের এবং সেই সহযোগিতায় এসব বাংলাদেশীকে উদ্ধার করা হয়।

ফিল্ড মার্শাল খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি দেশটির পশ্চিমাঞ্চল ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ স্বীকৃত জাতীয় সরকারের অধীনে থাকা রাজধানী ত্রিপোলি দখল করতে সামরিক আক্রমণ ‘অপারেশন ফ্লাড অব ডিগনিটি’ শুরু করেছে। এর ফলে উভয় পক্ষে যুদ্ধ চলছে। ৪ এপ্রিল থেকে শুরু হয়েছে এই লড়াই।  
আশরাফুল ইসলাম জানিয়েছেন, এই যুদ্ধে কোনো বাংলাদেশী হতাহত হওয়ার তথ্য নেই। লিবিয়ায় এখন প্রায় ২০ হাজার বাংলাদেশী আছেন। তার মধ্যে প্রায় ৫০০০ অবস্থান করেন রাজধানী ত্রিপোলি ও এর আশপাশে।
২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করে হত্যা করার পর থেকেই সেখানে গৃহযুদ্ধ লেগে আছে। এ দেশটিতে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ অনুমোদিত নয় তখন থেকেই। তবে পাচারকারীরা বিভিন্ন উপায় অবলম্বন করে বাংলাদেশীদের পাঠিয়ে থাকে লিবিয়ায়। অনেক সময় এক্ষেত্রে তাদেরকে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পাঠানোর প্রতিশ্রুতি দেয়া হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status