ভারত

দ্বিতীয় দফার ভোটের শুরুতেও ইভিএম বিভ্রাট

কলকাতা প্রতিনিধি

১৮ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ১০:১৪ পূর্বাহ্ন

ইভএম নিয়ে সতর্কতা নেওয়া সত্ত্বেও আজ ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের শুরুতে বিভিন্ন রাজ্য থেকে ইভিএম বিভ্রাটের খবর পাওয়া গিয়েছে। ফলে অনেক জায়গাতেই ভোট দেরিতে শুরু হয়েছে। এছাড়া বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া এবং ভোটারদের ভোট দিতে বাধা দেবার অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়তে শুরু করেছে। নির্বাচনের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় দেশের যুবকদের বেশি বেশি করে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবার আহ্বান জানিয়েছেন।  দ্বিতীয় দফায় ১১টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৫টি লোকসভা আসনে ভোট নেওয়া হচ্ছে। তামিলনাড়–র ভেলোর এবং ত্রিপুরার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। এদিনের নির্বাচনে ১৫৯৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হচ্ছে। যে সব রথি মহারথির ভাগ্য নির্ধারণ হতে চলেছে তাদের অন্যতম হলেন, সাবেক প্রধানমন্ত্রী জনতা দল-এর নেতা এইচ ডি দেবেগৌড়া, বিজেপির অভিনেত্রী কাম রাজনীতিক হেমা মালিনী , কংগ্রেসের রাজ বব্বর, কার্তিক পি চিদাম্বরম, সুস্মিতা দেব, ন্যাশানাল কনফারেন্সের ফারুখ আবদুল্লা, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, ডিএমকের এ রাজা,  কানিমোঝি, সিপিআইএমের মহঃ সেলিম প্রমুখ। দ্বিতীয় দফায় তামিলনাড়–র ১টি আসন বাদে বাকি ৩৮টি আসনেই নির্বাচন হচ্ছে। একই সঙ্গে এদিন তামিলনাড়– বিধানসভার ১৮টি আসনের উপনির্বাচনেরও ভোট নেওয়া হচ্ছে।   এছাড়া বিহারের ৫টি, আসামের ৫টি, ছত্তিশগড়ের ৩টি, জম্মু ও কাশ্মীরের ২টি, কর্ণাটকের ১৪টি, মহারাষ্ট্রের ১০টি, মণিপুরের ১টি, উত্তরপ্রদেশের ৮টি, পন্ডিচেরির ১টি এবং পশ্চিমবঙ্গের ৩টি আসনে ভোট নেওয়া হচ্ছে। ওড়িশা বিধানসভার ৩৫টি আসনেও ভোট চলছে। তবে এদিনও ভোটের শুরুতে এবং মাঝপথে ইভিএম ও ভিভিপ্যাট খারাপ হওয়ার প্রচুর অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়তে শুরু করেছে। এদিন সকালে ভোট দিতে গিয়ে ইভিএম বিভ্রাটের মুখে পড়তে হয়েছে রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সিকে। পরে নতুন ইভিএম আসায় ১০ মিনিট পরে ভোট দিয়েছেন তিনি। এ দিকে ইসলামপুরে ১৩৫ নম্বর বুথে ভিভিপ্যাট বিকল হয়ে পড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ইভিএম খারাপের অভিযোগ পাওয়া গেছে শিলিগুড়ির বুথেও। ফলে ভোট শুরু হতে ১ ঘণ্টা দেরি হয়েছে সেখানে। দ্বিতীয় দফার নির্বাচনে পশ্চিমবঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও বহু বুথের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে স্থানীয় মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন বলে জানা গেছে। রায়গঞ্জের হেমতাবাদের মহজমপুরে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন বাসিন্দারা। পুলিশের সঙ্গে বচসা হয় মানুষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছেছে কুইক রেসপন্স টিম। দার্জিলিং কেন্দ্রের গোয়ালপোখরের কাটা ফুলবাড়িতে  ভোটারদের বাধা দেবার অভিযোগ এসেছে। সেখানে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছে সংবাদমাধ্যম।  বাঁশ, লাঠি দিয়ে মেরে মাথা ফাটানো হয়েছে সাংবাদিকের। তবে গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status