বাংলারজমিন

চাটমোহরে চাকরির নামে প্রতারণা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

১৮ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ৯:০০ পূর্বাহ্ন

পাবনার চাটমোহরে সেনাবাহিনীতে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার অভিযোগে সানোয়ার হোসেন (৫৬) নামে এক প্রতারককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে গত সোমবার পাবনা আদালত চত্বরের বাইরে থেকে তাকে আটক করে চাটমোহর থানায় নিয়ে আসা হয়। প্রতারক সানোয়ার উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামের জুব্বার আলী মোল্লার ছেলে। এদিকে চিহ্নিত এই প্রতারক আটকের খবর পাওয়ার পর চাটমোহর থানায় ভিড় জমান ভুক্তভোগীরা। টাকা ফেরত পাওয়ার আশায় দ্বারে দ্বারে ঘুরছেন। সাংবাদিক দেখলেই কাকতি-মিনতি করেছেন সবাই। ভুক্তভোগী ও থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই সানোয়ার হোসেন চাটমোহরসহ আশপাশের বিভিন্ন উপজেলার সাধারণ মানুষের কাছ সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন।
সম্প্রতি বেশ কয়েকজনকে চাকরি প্রার্থীর হাতে তিনি সেনাবাহিনীর অফিস সহকারী, উচ্চমান করণিক ও সৈনিক পদের ভুয়া নিয়োগপত্র তুলে দেন। পরে চাকরিতে যোগদান করতে গিয়ে নিয়োগপত্রগুলো ভুয়া বলে প্রমাণিত হয়। এরপর টাকা ফেরত চাইলে সে নানা টালবাহানা শুরু করে। পরে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার কোলাবাড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আবদুল হালিম নামে এক ভুক্তভোগী চলতি বছরের ৫ই এপ্রিল তারিখে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৪। এরপর পুলিশ সোমবার তাকে পাবনা আদালত চত্বরের বাইরে থেকে আটক করে। এদিকে প্রতারক সানোয়ারের আটকের খবর পেয়ে আরও অন্তত ১০ জন ভুক্তভোগী থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। এ সময় ভুক্তভোগীরা টাকা ফেরত ও প্রতারক সানোয়ারের বিচার দাবি করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status