বাংলারজমিন

ফুলবাড়ীয়ায় কাজ শেষের আগেই সড়কে ফাটল

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

১৮ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ৮:১০ পূর্বাহ্ন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বিড়াশাখ বুইধ্যার বাজার হতে ১৫শ’ মিটার সড়কের কাজ শেষ হওয়ার আগেই কয়েকটি জায়গায় ভেঙে গেছে দেখা দিয়েছে ফাটল। চলাচলের অনুপযোগী সড়কের কাজ শেষ হওয়ার আগেই কয়েকটি জায়গায় ভেঙে ও ফাটল ধরে যাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী। সদ্য নির্মিত ওই সড়কের অন্তত ৩-৪টি স্থানে ভেঙে গেছে। এতে তড়িঘড়ি করে নিম্নমানের কাজ করে বিল উত্তোলনের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরজমিনে সড়কে গিয়ে দেখা যায়, সদ্য কাজ করা সড়কটির পাশে ছোট পুকুরে গাইডওয়াল না থাকায় ভেঙে গেছে আরো অন্তত ৩-৪টি স্থানে মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি ও ফাটল দেখা দিয়েছে। স্থানীয় আঃ বারী জানায়, রাস্তার কাজ এতটা নিম্নমানের হয়েছে যা গাড়ি চলাচলের আগেই ভেঙে যাচ্ছে কার্পেটিং উঠে যাচ্ছে। দু’পাশে মাটি ভরাট করার কথা থাকলেও সিলকোর্ট কার্পেটিংয়ের আগে রাস্তায় কোনো মাটি ফেলা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কটি ধসে যাচ্ছে। এতে বর্ষা মৌসুমে সড়কটি আবারো পূর্বের অবস্থায় ফিরে গিয়ে জনদুর্ভোগ সৃষ্টির আশঙ্কা রয়েছে। মাজাহারুল ইসলাম নামের আরেকজন জানায়, আমরা ইঞ্জিনিয়ার অফিসের ও ঠিকাদারের লোকজনের সঙ্গে কথা বলতে গেলে তারা আমাদের চাঁদাবাজি মামলার হুমকি দিয়ে বলে অনেক হয়েছে। স্থানীয় পুটিজানা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ময়েজ উদ্দিন তরফদার বলেন, লিখিত অভিযোগে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান নিমু ট্রেডার্সের স্বত্বাধিকারী শওকত আলীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে ফোনে পাওয়া যায়নি। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সালমান রহমান জানান, নিয়ম অনুযায়ী কাজ হয়েছে। সব জায়গায় খারাপ হয়নি। কিছু কিছু জায়গায় ত্রুটি থাকতে পারে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status