বিশ্বজমিন

কংগ্রেস সরকার গঠন করলে বামরা সমর্থন দেবে: সীতারাম ইয়েচুরি

কলকাতা প্রতিনিধি

১৬ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ১০:২১ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে বামদের কোনো সমঝোতা হয়নি। কেরালায়ও রাহুল গান্ধীর বিরুদ্ধে সিপিআইএম জোর লড়াই করছে। কিন্তু আগামী দিনে সরকার গঠনে কংগ্রেস ও বামদের মধ্যে সমঝোতায় কোনো অসুবিধা হবে না।  রোববার কলকাতায় সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, লোকসভা ভোটের পর কেন্দ্রে বিকল্প ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার  তৈরি হবে। কংগ্রেসের নেতৃত্বে সেই সরকারকে বামরা সমর্থন জানাবে। কেননা, বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখাই হবে আমাদের প্রধান লক্ষ্য। ইয়েচুরি বলেছেন, অতীতেও দেশে লোকসভা ভোটের পর জোট সরকারের প্রধানমন্ত্রী ঠিক হয়েছে এবং  সেই সরকার স্থায়ীও হয়েছে। আর বিভিন্ন রাজ্যে পরস্পরের বিরুদ্ধে লড়াই করেও  কেন্দ্রে সরকার গঠনের সময় বিভিন্ন দলের ঐক্যবদ্ধ জোট গড়ার নজির এর আগেও রয়েছে। অতীতের উদাহরণ দিয়ে ইয়েচুরি এদিন বলেছেন, ১৯৯৬ সালে কেন্দ্রে অ-কংগ্রেসি জোট ক্ষমতায় গিয়েছিল। প্রধানমন্ত্রী হয়েছিলেন এইচ ডি দেবগৌড়া। বামেরা সেই সরকারকে সমর্থন করেছিল। ২০০৪ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারকেও বাইরে থেকে সমর্থন করেছিল বামেরা। সে বার গোটা দেশে বামফ্রন্টের ৬১ জন সাংসদ ছিলেন। তাদের মধ্যে ৫৭ জনই লোকসভায় গিয়েছিলেন কংগ্রেস প্রার্থীদের পরাজিত করে। কিন্তু তার পরেও কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে সমর্থন করতে তাদের অসুবিধা হয়নি। এবারও কেন্দ্রে কংগ্রেস বিকল্প ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার গঠন করার মতো অবস্থায় পৌঁছালে বামরা সমর্থন জানাতে দ্বিধা করবে না। তার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন সিপিআইএম নেতা ইয়েচুরি। অন্য বাম দলগুলো অবশ্য এ ব্যাপারে এখনো মুখ খোলে নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status