বাংলারজমিন

আহমদীয়া সম্প্রদায়ের নিরাপত্তাহীনতার শঙ্কা

পঞ্চগড়ে খতমে নবুওয়ত সম্মেলনে থাকবেন আহমদ শফী

পঞ্চগড় প্রতিনিধি

১৬ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ৯:৫২ পূর্বাহ্ন

সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে সম্মেলনকে ঘিরে আহমদিয়া মুসলিম জামাতের নেতা ও সদস্যদের নিরাপত্তা নিয়ে আতঙ্ক ও শঙ্কা দেখা দিয়েছে। আজ দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে সম্মেলনের উদ্বোধন করবেন হেফাজতে ইসলামের আমির ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সভাপতি আল্লামা শাহ্‌ আহমদ শফী। জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাদ সম্রাটের সভাপতিত্বে সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে খতমে নবুওয়ত কমিটির নেতৃবৃন্দগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনকে সফল করতে গত কয়েকদিন ধরে পঞ্চগড়ে জেলাসহ আশপাশের জেলাগুলোতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে বলে সম্মেলন এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের দাবি এই সম্মেলনে পঞ্চগড় জেলাসহ আশপাশের ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী জেলা থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করবেন। আহমদিয়া মুসলিম জামাত নিজেদের নিরাপত্তাহীনতার শঙ্কায় গতকাল দুপুরে সদর উপজেলার আহমদনগরে আহমদীয়া কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে আহমদনগর আহমদীয়া মুসলিম জামাতের সভাপতি মোহাম্মদ তাহের যুগলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আহমদনগর জামে মসজিদের ইমাম আবদুল মতিন। এ সময় আহমদীয়া মুসলিম জামাতের কেন্দ্রীয় আমির মোবাশ্বের উর রহমান উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে আবদুল মতিন বলেন, গত ১২ই ফেব্রুয়ারি রাতে ৩ দিনব্যাপী বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে খতমে নবুওয়তসহ সমমনা বিভিন্ন সংগঠনের অনুসারীরা আহমদনগরে আহমদীয়াদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে স্থানীয় প্রশাসন সালানা জলসার অনুমতি স্থগিত করে। এ ঘটনায় রুজু করা দুইটি মামলা পুলিশ আমলে নেয়নি। এজন্য ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী আশকারা পেয়ে নতুন উদ্যমে বৃহত্তর আকারে সন্ত্রাস চালানোর জন্য সম্মেলন ডেকেছে। পুলিশ প্রশাসন নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করলেও ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর প্রশাসনকে বেকায়দায় ফেলে আক্রমণাত্মক ভূমিকা গ্রহণের অতীত ইতিহাস রয়েছে। ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তাদের মিছিলে সাজানো হামলার গুজব ছড়িয়ে আহমদীয়া সম্প্রদায়ের লোকদের ওপর আক্রমণ চালানো হতে পারে। এজন্য তিনি প্রশাসনকে এসব বিষয়ে গুরুত্ব দিয়ে বিবেচনার অনুরোধ জানান। আহমদীয়া মুসলিম জামাতের কেন্দ্রীয় আমির মোবাশ্বের উর রহমান দাবি করেন, সম্মেলনের আয়োজকরা প্রশাসনকে ২০ বা ৩০ হাজার লোক সমাগমের তথ্য জানালেও ভেতরে ভেতরে আমরা লক্ষাধিক লোক সমাগম ঘটানোর পরিকল্পনার কথা জানতে পেরেছি। একই সঙ্গে গোপনে অনেক লোক বিভিন্ন বাসা বাড়িতে অসৎ উদ্দেশ্যে অবস্থান করছে। আর অতীত অভিজ্ঞতা আমাদের স্বস্তি দেয় না। এজন্যই সার্বিক নিরাপত্তার বিষয়ে আমরা যথেষ্ট শঙ্কায় রয়েছি। এ প্রসঙ্গে পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমদ বলেন, আমরা সকল পক্ষের সঙ্গে কথা বলে শর্তসাপেক্ষে সম্মেলনের অনুমতি দিয়েছি। পুলিশ, র‌্যাব ও বিজিবির টহলসহ সার্বিক নিরাপত্তা নেয়া হয়েছে। আশা করছি শান্তিপূর্ণভাবে এই সম্মেলন শেষ করতে পারবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status