বাংলারজমিন

ঝুঁকিপূর্ণ ভবন, তাই টিনের চালায় ক্লাস

রফিক বিশ্বাস, তারাকান্দা (ময়মনসিংহ) থেকে

১৬ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ৯:৫২ পূর্বাহ্ন

ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন ছেড়ে মাঠে টিনের চালা ঘরে চলছে ক্লাস।
জানা গেছে, উপজেলার গোয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯৯৫ সালে ৪ কক্ষবিশিষ্ট বিল্ডিং ঘর নির্মাণ করা হয়। দীর্ঘ ২৩ বছর ব্যবহারের পর বিল্ডিংয়ের ছাদ চুঁয়ে পানি পরে এবং পলেস্তরা উঠে যায়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হলে, বিদ্যালয়টি সরজমিন পরিদর্শন করে পরিত্যক্ত ঘোষণা করা হয়। গত ৩ বছর যাবৎ খোলা আকাশের নিচে ও পরবর্তীতে টিনের চালা ঘর নির্মাণ করে ২৭২ জন ছাত্রছাত্রীর দু’শিফটে পাঠদান করা হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন জানান, ওই বিদ্যালয়ের ভবনসহ উপজেলার ১০টি ইউনিয়নে ৬৭টি ভবন ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর তালিকা প্রেরণ করা হয়েছে। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রকোশলী মো. রফিকুল ইসলাম জানান, ইতিমধ্যে ১০টি স্কুল ভবন নির্মাণের কাজ চলছে এবং আরো ৭টি ভবনের টেন্ডার বিজ্ঞপ্তি প্রক্রিয়াধীন আছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status