বাংলারজমিন

সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে দুজনকে অপহরণ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

১৬ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ৯:৪৩ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জ থেকে ডিবি পরিচয়ে অপহৃত দুই ব্যক্তির খোঁজ মিলেনি গত ৫ দিনেও। এদিকে তাদের সন্ধান চেয়ে গতকাল বিকালে সংবাদ সম্মেলন করেছেন দুই পরিবারের সমস্যরা। অপহৃত দুই ব্যক্তি হলেন, মাদরাসা শিক্ষক মো. জাহেদুর রহমান (৩৩) ও ক্ষুদ্র ব্যবসায়ী ইকবাল হোসেন (৩৯)। এরমধ্যে জাহেদুর রহমান কুমিল্লার  ব্রাক্ষণপাড়া শিদলাই এলাকার আবদুল হাকিম ও ইকবাল হোসেন একই জেলার দেবিদ্বার থানার বৈশেরকোট এলাকার শেখ শহিদুর রহমানের ছেলে। গত ১০ই এপ্রিল এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর সিদ্ধিরগঞ্জের নিমাকাশারী বাজার সংলগ্ন বায়তুস শরীফ জামে মসজিদের সামনে থেকে তাদের অপহরণ করা হয়। তারা দুইজনই সিদ্ধিরগঞ্জের নিমাকাশারী এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, নামাজ শেষে ইকবাল ও জাহেদুর দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। এ সময় ৮-১০ লোক তাদের দুইজনকে টেনে-হেঁচড়ে কালো গ্লাসের একটি সাদা রংয়ের হায়েস মাইক্রোবাসে তোলার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন বাধা দিয়ে তারা নিজেদের ডিবির লোক পরিচয় দেয়। পরে লোকজন সরে গেলে ইকবাল ও জাহেদুরকে গাড়িতে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে গতকাল বিকালে রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে অপহৃত দুই পরিবারের সদস্যরা লিখিত বক্তব্যে বলেন, পরদিন ১১ই এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ ডিবি অফিস এবং আদমজীতে র?্যাব-১১ এর অফিসে যোগাযোগ করেন। কোনো সন্ধান না পেয়ে ১২ই এপ্রিল দুই পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি জিডি করা হয়। জিডি নং- নম্বর ৫৭৫ ও ৫৭৬। সংবাদ সম্মেলনে বলা হয়, আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গেলে জিজ্ঞাসাবাদের পরে ২৪ ঘণ্টা পর আদালতে হাজির করতে হয়। কিন্তু  ৫ দিন অতিবাহিত হলেও তাদের আদালতে হাজির অথবা তাদের কোনো তথ্য আমরা পাচ্ছি না। ?আমাদের জানামতে অপহৃত দুইজনের নামে থানায় রাজনৈতিকসহ অন্য কোনো মামলা নেই। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত নয়। মো. ইকবাল হোসেনের অগ্নিপতি মোস্তফা  পরিবারের বড় সন্তান। তার স্ত্রী ও ১০ মাসের এক পুত্র সন্তান রয়েছে। ক্ষুদ্র ব্যবসা করে কোনো মতে সংসার চলছে। তার অবর্তমানে অর্থ কষ্টে পড়েছে পরিবারের সদস্যরা। ছেলের টেনশনে তার বাবা-মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছে এবং তার স্ত্রীও পাগল প্রায়।
ওদিকে শিক্ষক মো. জায়েদুর রহমানও পরিবারের বড় সন্তান। তার স্ত্রী ও ছোট ছোট তিন সন্তান রয়েছে। ছেলের নিখোঁজের খবরে বৃদ্ধ বাবা-মা অসুস্থ হয়ে পড়েছে। মোটকথা দুই পরিবারের সদস্যরা অপহৃত দুইজনকে নিয়ে শঙ্কা প্রকাশ করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। সিদ্ধিরগঞ্জ থানার এসআই দুটি জিডির তদন্ত করছেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আপাতত তেমন কোনো অগ্রগতি নেই। তবে আমরা ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ চেক ও সিডি আর সংগ্রহ করেছি। এ ছাড়াও খোঁজখবর নেয়া হচ্ছে। অগ্রগতি হলে আপনাদের জানাবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status