বাংলারজমিন

সিলেটে গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৬ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ৯:৩৮ পূর্বাহ্ন

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স সিলেটের ইনচার্জ এইচএম শাহীন গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছেন। দুই মাস ধরে তার কোনো খোঁজ না পেয়ে গতকাল সকালে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। এ সময় তারা কর্মকর্তাদের উপর চড়াও হন ও টাকা ফেরত চান। এদিকে- বিষয়টি জানতে পেরে  মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ঢাকার এক কর্মকর্তা সিলেটে এসেছেন। সিলেট নগরীর করিম উল্লাহ মার্কেটস্থ মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কার্যালয়ে হাজির হন শতাধিক ভুক্তভোগী। তাদের বেশির ভাগই নিম্ন্নআয়ের কর্মজীবী নারী। ভুক্তভোগীরা জানিয়েছেন- দীর্ঘ কয়েক বছর ধরে এইচএম শাহীন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন ও জমার বিপরীতে গ্রাহকদের রশিদ দিতেন। কিন্তু ২০১৮ সালের শেষের দিকে তিনি ৪ শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় এক কোটি টাকা জমা নিলেও সেই গ্রাহকদের কোনো জমা রশিদ দেননি। চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে টাকা নেন। দীর্ঘদিনের লেনদেনের সম্পর্কের প্রেক্ষিতে গ্রাহকরাও তাকে বিশ্বাস করে টাকা দিয়ে দেন। টাকা জমা দেয়ার বেশ কয়েকদিন পরও জমা রশিদ কিংবা প্রাপ্ত টাকা না দেয়ায় তারা কোম্পানির দ্বারস্থ হন। তখন দেখা যায় এইচএম শাহীন প্রতিষ্ঠানের গাড়িসহ পলাতক রয়েছেন। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিলেট অফিসের কর্মকর্তা নিবাস রঞ্জন চয়ন জানিয়েছেন- গত ফেব্রুয়ারি মাস থেকে এইচএম শাহীন পলাতক রয়েছেন। এখন পর্যন্ত ২৮৬ জন গ্রাহক আমাদের অফিসে এসে তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। আমরা তার সঙ্গে যোগাযোগ করা অনেক চেষ্টা করেও তাকে পাইনি। তাই আমরা কোম্পানির প্রধান কার্যালয়ে বিষয়টি অবগত করি। কোম্পানির ডিএমডি রকিবুল হাসান সুমন অর্ধশত গ্রাহকদের সঙ্গে কথা বলছেন। তাদের অভিযোগ শুনছেন। কিন্তু গ্রাহকদের কাছে কোনো জমা রশিদ বা প্রমাণ না থাকায় তিনি কোনো সমাধান দিতে পারছেন না।



   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status