বাংলারজমিন

মেয়র আরিফের জরুরি বার্তা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৬ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ৯:২৭ পূর্বাহ্ন

সিলেটের বাসা-বাড়ির মালিকদের জরুরি বার্তা দিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। বলেছেন- সিটি করপোরেশনের অনুমতি নিয়ে বাড়ি নির্মাণ করতে হবে। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কার্যকর সুবিধা রাখতে হবে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ জরুরি বার্তা দিয়েছেন। বিজ্ঞপ্তিতে তিনি জানান- ফায়ার সার্ভিস হতে অনুমোদিত ফায়ার সেফটি প্ল্যান অনুযায়ী অগ্নিনির্বাপক যন্ত্র, ফায়ার এলার্মিং স্থাপন, অগ্নিনির্বাপণ সুবিধা ও সরঞ্জাম ব্যবহার উপযোগী রাখা, ইমার্জেন্সি সিঁড়ি নির্মাণ, বিল্ডিং কোড অনুযায়ী ইমার্জেন্সি সিঁড়ির চওড়া সঠিক রাখা, সিঁড়ির গেইট ও দরজা সবসময় খোলা রাখা ও সংকেত দেয়া বাধ্যতামূলক। ভবনের অতিরিক্ত ফ্লোর নির্মাণ করা হতে বিরত থাকা, ধোঁয়া নিয়ন্ত্রণে ব্যবস্থা রাখা সহ অগ্নিনির্বাপণের জন্য অতিরিক্ত জলধারা ট্যাংকি তৈরি করে পর্যাপ্ত পানি সংরক্ষণ রাখতে হবে। পেশাজীবী প্রকৌশলীর মাধ্যমে ভবনের নকশা তৈরি করারও পরামর্শ দেন মেয়র আরিফুল হক চৌধুরী। এছাড়া দুর্ঘটনার সময় ভবনের লিফট বন্ধ রাখা, অনুমোদিত প্ল্যান মোতাবেক লে-আউট প্ল্যান অনুযায়ী পর্যাপ্ত জায়গা ছেড়ে ভবন নির্মাণ করতে হবে। মেয়র জানান, সিলেট মহানগরী এলাকা ভূমিকম্পপ্রবণ অঞ্চলের অন্তর্ভুক্ত। তাই মহানগরীর নাগরিকদের ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা রেখে ভবন নির্মাণের পরামর্শ দেন। তিনি বলেন, সিটি করপোরেশনের প্ল্যান অনুযায়ী সেপটিক ট্যাংকের সঙ্গে সোকওয়েল বাধ্যতামূলক। ভবন নির্মাণের সময় বৈদ্যুতিক শট সার্কিট এড়ানোর লক্ষ্যে মানসম্মত অনুসরণ করে বিদ্যুৎ লাইন স্থাপন করা ও অভিজ্ঞ প্রকৌশলী দ্বারা পরীক্ষা করে নেয়া। এছাড়া এলপি গ্যাস সিলিন্ডার সতর্কতার সঙ্গে ক্রয় ও ব্যবহার এবং সিলিন্ডার মেয়াদ উত্তীর্ণ কি না তা ভাল করে দেখে নেয়া উচিত। নিয়মিত গ্যাস লাইন ও চুলা পরীক্ষা করা, ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস ও ব্যবসা-বাণিজ্য না করার পরামর্শ দেন মেয়র। সব শেষে মেয়র বজ্রপাত নিরোধক ব্যবস্থা নিশ্চিত করার উপরও গুরুত্ব দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status