খেলা

‘মানকাড আউট’ নিয়ে যা বললেন বাটলার

স্পোর্টস ডেস্ক

৫ এপ্রিল ২০১৯, শুক্রবার, ৯:৩৯ পূর্বাহ্ন

সপ্তাহ দুয়েক আগে আইপিএলে রাজস্থান-পাঞ্জাব ম্যাচে ইংল্যান্ডের জস বাটলারকে ‘মানকাড আউট’ করেন পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইয়ে যায়। তবে নীরব ছিলেন বাটলার। মানকাড নিয়ে অবশেষে মুখলেন ইংলিশ উইকেটরক্ষক।
গত মঙ্গলবার জয়পুরে ব্যাঙ্গালোরের বিপক্ষে ৫৯ রানের ইনিংস খেলে রাজস্থানকে ৭ উইকেটের জয় এনে দেন বাটলার। ওই ভেন্যুতেই অশ্বিনের দৃষ্টিকটু মানকাড আউটের শিকার হয়েছিলেন তিনি। ব্যাঙ্গালুরের বিপক্ষে ম্যাচের পর ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মিরর’কে বাটলার বলেন, ‘তখন (আউট হওয়ার সময়) খুব খারাপ লেগেছে। আউটের ধরনটা পছন্দ হয়নি। আরও কষ্টের ব্যাপার হলো, পরের দুটি ম্যাচে এই আউট নিয়ে বেশি সাবধান থাকতে গিয়ে ব্যাটিংয়ে মনোযোগ ছিল না। আমার ধারণা ফুটেজ দেখলে যে কেউ বুঝতে পারবে, সিদ্ধান্তটি ভুল ছিল। কারণ যে সময় তার (অশ্বিন) বল ছাড়ার কথা তখন আমি ক্রিজে ছিলাম। যা ঘটেছে তার সঙ্গে আমি একমত নই।’ ২০১৫ সালে এজবাস্টনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচে বাটলারকে মানকাড করেন লঙ্কান স্পিনার সচিত্র সেনানায়েকে। ওই ঘটনার স্মৃতিচারণ করে বাটলার বলেন, ‘আমি সম্ভবত একমাত্র ব্যক্তি, যে দু’বার ওভাবে আউট হলাম। এটা আর যেন না ঘটে তা নিশ্চিত করব।’ তবে এই বাটলারই মনে করেন ক্রিকেটের স্বার্থে মানকাড আউট থাকার দরকার আছে। কিন্তু মানকাড নিয়ে আইসিসির আইনের ৪১.১৬ ধারার কিছুটা পরিবর্তন চান ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান। বাটলার বলেন, ‘‘খেলার আইনের মধ্যে অবশ্যই এটা থাকতে হবে। কারণ ব্যাটসম্যান অর্ধেক পিচ পর্যন্ত এগিয়ে থাকতে পারে না। কিন্তু আইনটি নিয়ে প্রশ্নেরও জায়গাও আছে। আইনে বলা হয়েছে, ‘কোনো বোলারের ডেলিভারি করার প্রত্যাশিত মুহূর্ত।’ এই বিবৃতিটা একটু দুর্বল।’’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status