খেলা

আসছে না নিউজিল্যান্ড, শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ যুবদলের সফরও

স্পোর্টস রিপোর্টার

২ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ৯:১৪ পূর্বাহ্ন

বাংলাদেশ সফরে আসছে না নিউজিল্যান্ড যুুবদল। ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার কারণেই নিজেদের যুব দলের সফর বাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এ মাসেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিলো কিউই অনূর্ধ্ব-১৯ দলের। কিন্তু গত মাসে হওয়া সন্ত্রাসী হামলার রেশ এখনো কাটিয়ে উঠতে না পারায় দেশের বাইরে খেলতে যাওয়ার সাহস করেনি কিউই যুবারা। যে কারণে আপাতত মাঠে গড়াচ্ছে না বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড যুব দলের দ্বিপাক্ষিক সিরিজটি। তবে এর রেশ কাটতে না কাটতেই শোনা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলও বাংলাদেশে সফরে আসছে না। তবে সেটি নিরাপত্তার কারণে নয় বলেই জানিয়েছেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘কিছু অনিশ্চয়তা আছে।  যেহেতু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কিছু সীমাবদ্ধতা আছে। শুধু বাংলাদেশ না বেশ কয়েকটি ট্যুর নিয়েই তারা আলোচনা করছে। কিন্তু চূড়ান্ত হয়নি কোনো বিষয়। তবে ওদের ব্যাপারটা সিকিউরিটি ইস্যু না। তাদের কিছু ইন্টারনাল ব্যাপার আছে সেটা আমার বলাটা ঠিক না। সেটা অন্য ব্যাপার।’
অন্যদিকে নিউজিল্যান্ড যুব দলের  বাতিল হওয়া সফরটি হবে কিনা তা নিয়েও স্পষ্ট কিছু জানাতে পারেনি বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘পরবর্তীতে তারা হয়তো কোনো একটা সময় তারা আসবে। আগামী অক্টোবরে হয়তো আমাদের দল যাওয়ার ব্যাপারে (অনূর্ধ্ব-১৯ ক্যাম্পেইন) সিরিজ নির্ধারিত আছে। আর নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সফর বাতিল করা হয়েছে কারণ তারা সূচি অনুযায়ী এখনই আসতে পারছে না। নিউজিল্যান্ড বোর্ডের তথ্য মোতাবেক সন্ত্রাসী হামলার আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারেনি যুব দলের খেলোয়াড়রা। এ ছাড়া যেহেতু যুব দলে খেলে অল্প বয়সীরা, সেক্ষেত্রে তাদের অভিভাবকদের কাছ থেকেও এক ধরনের আপত্তি এসেছে।’
তবে বাংলাদেশ যুব দলের প্রস্তুতিতে কোনো সমস্যা হবে না বলেই মনে করেন সিইও। তিনি বলেন, ‘আমাদের আন্ডার নাইনটিন ট্যুর কিন্তু বিশ্বকাপ সামনে রেখেই করা হয়। ক্যাম্প অন গোয়িং প্রসেস যদি কোনো পরিবর্তন আনতে হয় তাহলে টিম ম্যানেজমেন্ট জানাবে।’ তবে কিউইরা না এলে তাদের কোনো বিকল্প আছে কিনা সেটি নিয়ে সুজন বলেন, ‘নিউজিল্যান্ড আসছে না তবে যে সিডিউল আছে তাতে প্রভাব ফেলবে না। ইংল্যান্ডে সিরিজ আছে। তারপর নিউজিল্যান্ডে যাওয়ার ব্যাপার আছে। সমস্যা হবে না। আমাদের বিশ্বকাপ খেলতে হবে সাউথ আফ্রিকায়। হোম সিরিজের চেয়ে তাই অ্যাওয়ে সিরিজ বেশি গুরুত্বপূর্ণ। তাই কোনো সমস্যা হবে না।’  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status