দেশ বিদেশ

উত্তরায় শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

হত্যার অভিযোগে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

২৭ মার্চ ২০১৯, বুধবার, ৯:৩৫ পূর্বাহ্ন

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ১২ বছর বয়সী ওই শিশুর নাম বৈশাখী। গতকাল দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৫ নম্বর ভবনের ছয়তলার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বৈশাখীর পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। তার পরিবারের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ওই এলাকার বাসিন্দারা বিক্ষোভ করেছেন।

বৈশাখী যে বাসায় কাজ করত ওই মালিকের নাম রিফাত ফেরদৌস। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এক সন্তান ও স্ত্রীকে নিয়ে তিনি ওই বাসাতেই থাকতেন। রিফাতের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ২৬শে মার্চ উপলক্ষে গতকাল তার ছুটি ছিল। এজন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছেন। ঘুম থেকে উঠার পর দেখতে পান পাশের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ। গৃহকর্মী বৈশাখীও আশপাশে নেই। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছিল না। পরে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ওই বাসায় গিয়ে একটি কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় বৈশাখীর মরদেহ উদ্ধার করেছে। এদিকে বৈশাখীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ছুটে আসেন তার স্বজনরা। বৈশাখীর মৃত্যু তারা কিছুতেই মেনে নিতে পারছেন না। তারা অভিযোগ করছেন বৈশাখীকে হত্যা করা হয়েছে। তাদের সঙ্গে ওই এলাকায় বাসিন্দারাও একই অভিযোগ করেন। পরে বৈশাখীর স্বজন ও স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা রিফাতের বাসার সামনে জড়ো হয়ে পরিত্যক্ত জিনিসপত্রে আগুন ধরিয়ে দেন। ওই ভবনের নিচতলা থেকে বিভিন্ন আসবাবপত্র এনে আগুন দেয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু বিক্ষুব্ধরা জনতারা ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে দেননি। তারা ওই বাড়ির দিকে ইটপাটকেল ছুঁড়তে থাকেন। পুলিশ বৈশাখীর মরদেহ ময়নাতদন্তের জন্য নিতে চাইলে জনতা বাধা দেয়। পরে সন্ধ্যার দিকে পরিস্থিতি শান্ত হলে মরদেহ মর্গে পাঠানো হয়। নিহত বৈশাখীর পারিবারিক সূত্রে জানা গেছে, বৈশাখীদের গ্রামের বাড়ি নওগাঁয়। দুই মাস আগে তাকে এই বাসায় কাজে দেয়া হয়। কয়েকদিন আগে তার দাদি মারা গেলে পরিবারের সঙ্গে সে গ্রামের বাড়িতে যায়। সোমবার ঢাকা ফিরলে তার মা তাকে ওই বাসায় পৌঁছে দেন। ডিএমপি’র উত্তরা জোনের সহকারী কমিশনার কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দরজা ভেঙে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার অভিযোগ এনে তার পরিবার ও স্বজনরা বিক্ষোভ করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status