বাংলারজমিন

জাতীয় স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

২৭ মার্চ ২০১৯, বুধবার, ৯:২৫ পূর্বাহ্ন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘‘গৌরবময় স্বাধীনতা-২০১৯”-এর আওতায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে ঢাকা জেলা পুলিশ। গতকাল জাতীয় স্মৃতিসৌধের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠান থেকে দেশবরেণ্য ১৫ জন বীর মুক্তিযোদ্ধা, ৫ জন নারী মুক্তিযোদ্ধা, ৯ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধা যারা ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ যুদ্ধে অংশ নেয় এবং ঢাকা জেলার বিভিন্ন থানার ২২ খ্যাতনামা বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। এ ছাড়া সবাইকে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট, পুরুষদের পাজামা-পাঞ্জাবি,  গৌরবময় স্বাধীনতা গ্রন্থের এক কপি বই এবং নারীদেরকে ক্রেস্ট ও নগদ পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এমপি। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ প্রমুখ।
  আল-মামুন, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম শাহ আলম সারওয়ার, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আক্কাস উদ্দিন মোল্লা, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status