বাংলারজমিন

উন্নয়নের পথে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজিউর রহমান রুমী, পাবনা থেকে

২৭ মার্চ ২০১৯, বুধবার, ৯:১৯ পূর্বাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০০৮ সালের ৫ই জুন যাত্রা শুরু করে। পরের বছরই ৪ বছর মেয়াদি স্নাতক কোর্স চালুর মধ্যদিয়ে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে প্রবেশ করে প্রতিষ্ঠানটি। দেশের ২৯তম পাবলিক বিশ্ববিদ্যালয় হলেও এ জেলায় প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর কয়েকজন উপাচার্য এসেছেন। দীর্ঘ ১১ বছরে নানা প্রতিকূলতা আর চড়াই উৎরাই পেরিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। ২০১৮ সালের ৭ই মার্চ পাবিপ্রবিতে উপাচার্য হয়ে যোগদান করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুসারী দেশবরেণ্য রসায়নবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের প্রফেসর ড. এম রোস্তম আলী। চলতি বছরের ৭ই মার্চ বর্তমান উপাচার্যের এক বছর পূর্ণ হয়েছে। যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের মানবৃদ্ধিতে প্রশাসনে ব্যাপক রদবদল, একাডেমিক উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করেন।
পাবিপ্রবি সূত্রে জানা যায়, এক বছরে পাবিপ্রবির অবকাঠামোগত উন্নয়নের জন্য ৪৮০.৬০ কোটি টাকার মেগা প্রকল্প পাস করতে সক্ষম হয়েছেন ভিসি প্রফেসর ড. এম রোস্তম আলী। যার মাধ্যমে দৃশ্যমান হবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন। এই মেগা প্রকল্পের মধ্যে রয়েছে ১২৫০ কেবিএ বৈদ্যুতিক সাব-স্টেশন, একটি ১০তলা প্রশাসনিক ভবন, দু’টি ১২তলা একাডেমিক ভবন, ছাত্রদের একটি ১০তলা আবাসিক হল, ছাত্রীদের একটি ১০তলা আবাসিক হল, একটি চারতলা টিএসসি, একটি চার তলা কনভেনশন সেন্টার, একটি কেন্দ্রীয় শহীদ মিনার, আনসার ক্যাম্প, স্থায়ী পুলিশ ক্যাম্প, গ্যারেজসহ বেশকিছু প্রকল্প।
সূত্রটি জানায়, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে কিংবা অবসর সময়ে ছাত্রছাত্রীদের স্টাডি আড্ডা দেওয়ার জন্য দৃষ্টিনন্দন বসার জায়গা করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে একটি দৃষ্টিনন্দন লেক খনন করা হয়েছে যার কাজ সম্পন্ন হলে ক্যাম্পাসের সৌন্দর্য অনেক বেড়ে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ডাইনিংয়ের খাবারের মান উন্নয়নের পাশাপাশি আরেকটি ডাইনিং চালু করার ব্যবস্থা করা হয়েছে। টিভি রুমের বেঞ্চ ও চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। রিডিং রুমে পড়াশুনার জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে এবং একটি ইন্ডোর গেমস রুম উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য একটি ৫২ সিটের বাস পরিবহন পুলে যুক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিবারের আধুনিক সেবা প্রদানের জন্য একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয়ের মেডিকেল শাখায় যুক্ত হয়েছে। ছাত্র-ছাত্রীদের ২৪ ঘণ্টা মেডিকেল সেবা প্রদানের জন্য ৪ জন ডাক্তার শিফটিং ডিউটি করছেন। মেডিকেল সুবিধা প্রদানের জন্য ‘মেডিকেল-এডভাইজরি বোর্ড’ গঠন করা হয়েছে। এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিজ বৃদ্ধির জন্য শিক্ষার্থীদের জন্য শারীরিক শিক্ষা দপ্তর খুলেছেন যার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তবিশ্ববিদ্যালয় বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে নিজেদেও মেধা বিকাশের সুযোগ পাচ্ছে।
এদিকে পূর্বে বিশ্ববিদ্যালয়ে জনতা ব্যাংকের শুধু কালেকশন বুথ ছিল। কিন্তু উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী সকলের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়ে জনতা ব্যাংকের স্থায়ী শাখার কার্যক্রম চালুর ব্যবস্থা নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করেন। সেখানে ৫০০ বেশি বই সংগ্রহ করা হয়েছে। আধুনিক শ্রেণিকক্ষ ও গবেষণাগার স্থাপনের জন্য সম্পূর্ণ ক্যাম্পাস এখন হাইস্পীড ওয়াইফাই আওতাভুক্ত। ক্যাম্পাস সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উপাচার্যের তত্ত্বাবধানে একটি ‘ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস’ কমিটি কার্যক্রম পরিচালনা করছেন।
সংশ্লিষ্ট বিষয়ে উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী বলেন, সকলের সহযোগিতা পেলে মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি উন্নত ও আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলবো। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সমস্যাগুলো বিদ্যমান, তা খুব দ্রুত সমধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাবিপ্রবির একাধিক শিক্ষক-কর্মকর্তার সঙ্গে আলাপকালে তারা বলেন, ‘ভিসি স্যার এই প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের দিকে মনোনিবেশ করেছেন। তিনি প্রাণপণে প্রতিষ্ঠানটিকে যুগোপযোগী ও আধুনিকায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার সময়ে মেগা প্রকল্প বাস্তবায়ন হলে দেশের একটি অন্যতম বিশ্ববিদ্যালয় হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জায়গা করে নেবে এমনটি প্রত্যাশা তাদের। সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধে অবিচল থাকা, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অভ্যন্তরীণ কোন্দল, দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারে সফলভাবে নিরসন করতে সক্ষম হয়েছেন। ইতিমধ্যে বছর পূর্তিতে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status