বাংলারজমিন

সিরাজদিখান উপজেলা নির্বাচনে প্রার্থী আছে উত্তাপ নেই

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

২৭ মার্চ ২০১৯, বুধবার, ৯:১৭ পূর্বাহ্ন

সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী আছে উত্তাপ নেই। আগামী ৩১শে মার্চ ৪র্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজদিখান থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে হাজী মহিউদ্দিন আহমেদ ও বিকল্পধারা বাংলাদেশ মনোনীত কুলা প্রতীক নিয়ে প্রতদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আসাদুজ্জামান। নৌকার প্রচার-প্রচারণা থাকলেও উপজেলার কোথাও কুলার পোস্টার, ব্যানার, মাইকিং, সভা দেখা যাচ্ছে না। নির্বাচন সামনে রেখে কোনো কর্মিসভা করতে পারেনি দলটি। এক কথায় নেতাকর্মী শূন্য। অন্যদিকে নৌকার প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে আওয়ামী লীগ নেতাকর্মী। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রতিদিন-ই কোনো না কোনো ইউনিয়নে চলছে র্নিবাচনী জনসভা। এ ছাড়া গত ৪ঠা মার্চ ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান একে এম আবুল কাশেম এবং উপজেলা যুবলীগ আহ্বায়ক মঈনুল হাসান (নাহিদ) মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা সম্পাদিকা হেলেনা ইয়াসমীন, উপজেলা আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন, সাবেক ইউ.পি সংরক্ষিত সদস্য মেহেরুন নেছা স্বতন্ত্র প্রার্থী  মনোনয়নপত্র দাখিল করেন। গত ১৩ই মার্চ উপজেলা আওয়ামী লীগ এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বর্তমান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ মেহেরুন নেছা নির্বাচন থেকে সরে দাঁড়ায়। বিনা ভোটে ভাইস চেয়ারম্যান নিবাচিত হন মঈনুল হাসান (নাহিদ) ও মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন। ভোটাররা ভাবছেন প্রার্থী তো একজন ভোট দিলেও পাস না দিলেও পাস। তাই এ উপজেলায় নির্বাচনে সাধারণ জনগণের ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ নেই বললেই চলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status