বাংলারজমিন

মেয়র নাছিরের শ্রদ্ধা

চট্টগ্রামে ৯ গুণী ব্যক্তিকে স্বাধীনতা পদক প্রদান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

২৭ মার্চ ২০১৯, বুধবার, ৯:১৭ পূর্বাহ্ন

 জাতীয় পর্যায়ে স্ব স্ব ক্ষেত্রে বিরল অবদান রাখার জন্য চট্টগ্রামের ৯ গুণী ব্যক্তিকে স্বাধীনতা স্মারক সম্মাননা পদক প্রদান করল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মঙ্গলবার বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ৯ গুণী ব্যক্তি এবং তাদের স্বজনদের হাতে পদক তুলে দেন। সম্মাননা পদক প্রাপ্ত হলেন স্বাধীনতা আন্দোলনে অধ্যাপক এস.এম. আবু তাহের রিজভী (মরণোত্তর), শিক্ষা ক্ষেত্রে মোহাম্মদ মনজুর আলম,চিকিৎসায় ডাক্তার সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী, ক্রীড়ায় মীর্জা সালমান ইস্পাহানি, সমাজসেবায় গোলাম মোস্তাফা কাঞ্চন, সংগীতে অশোক সেনগুপ্ত (মরণোত্তর), সাংস্কৃতিক সংগঠক রণজিৎ রক্ষিত (মরণোত্তর), সাংবাদিকতায় আবু তাহের মুহাম্মদ, মুক্তিযুদ্ধে আবদুল কাদের মাস্টার (মরণোত্তর)। অধ্যাপক এস.এম. আবু তাহের রিজভীর পক্ষে মেয়ের জামাতা শামসুর রহমান, মোহাম্মদ মনজুর আলম এর পক্ষে তার ছেলে সাইফুল আলম, ডাক্তার সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারীর পক্ষে ডাক্তার শাহাজাদা সৈয়দ হোসেন, মীর্জা সালমান ইস্পাহানির পক্ষে মিনহাজ উদ্দিন আহমদ,অশোক সেন গুপ্তর পক্ষে তার স্ত্রী রত্নাসেন, আবদুল কাদের মাষ্টার, রণজিৎ রক্ষিত এর পক্ষে তাদের প্রতিনিধি এবং গোলাম মোস্তাফা কাঞ্চন ও আবু তাহের মুহাম্মদ নিজেই পদক গ্রহন করেন। সভায় সভাপতিত্ব করেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা। অনুষ্ঠানে সিটি মেয়র ছাড়াও অন্যান্যের মধ্যে চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী এবং পদক গ্রহন করে অনুভুতি প্রকাশ করেন বিশিষ্ট রাজনীতিবিদ গোলাম মোস্তফা কাঞ্চন, সাংবাদিক আবু তাহের মুহাম্মদ,আবদুল হালিম দোভাষ,মিনহাজ উদ্দিন আহমদ,ডাক্তার শাহজাদা সৈয়দ হোসেন, সাইফুল আলম,শামসুর রহমান বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ মুক্তিযুদ্ধে চেতনায় পরিচালিত হচ্ছে। দেশের উন্নয়ন বিশ্ববাসীর কাছে রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের নেতৃবৃন্দের মধ্যে অন্যতম একজন। তার জনপ্রিয়তা শুধু দেশে নয়, সারা বিশ্বে। তার নেতৃত্বে বাংলাদেশ আজ উচ্চ প্রবৃদ্ধি, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠে এসেছে, দারিদ্র্যের হার কমিয়ে আনা, নারীর ক্ষমতায়নসহ নানা সূচকে অগ্রগতির পর এখন রুপকল্প ২০৪১ নির্ধারণ করেছে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ। সাংবাদিক আবু তাহের মুহাম্মদের বক্তব্যের জের টেনে সিটি মেয়র বলেন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রতিটি দপ্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর ছবি টাঙানো বাধ্যতামূলক। তবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানটি সরকারি,  বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে টাঙানো হলে আমাদের স্বাধীনতা অর্থবহ হবে বলে তিনি উল্লেখ করেন। পরে মেয়র স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত চিত্রাংকন, রচনা, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, লোকসংগীত ও দেশের গান প্রতিযোগিতায়  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর পূর্বাহ্নে নগরীর বাকলিয়াস্থ সিটি কর্পোরেশন স্টেডিয়ামে সকাল ৮টায় একযোগে জাতীয় সংগীত পরিবেশন, সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের গাইড, স্কাউট, রোভার, রেঞ্জার, কাব এবং ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিটি মেয়র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল-কলেজের গাইড, স্কাউট, রোভার, রেঞ্জার, কাব এবং ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০১৯ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীনের নেতৃত্বে চসিক কর্মকর্তা-কর্মচারীরা মঙ্গলবার সূর্যোদয়ের সাথে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদীতে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের  স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং  সকাল সাড়ে ৬ টায় নগর ভবনস্থ বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এই সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামশুদ্দোহা, সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়াসহ বিভাগীয় শাখা প্রধানগন উপস্থিত ছিলেন। এছাড়া চসিক শ্রমিক-কর্মচারী লীগ (সিবিএ) নেতৃবৃন্দরা চসিক নগর ভবনস্থ বঙ্গবন্ধু  চত্বরে প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status