বাংলারজমিন

কোম্পানীগঞ্জে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৭ মার্চ ২০১৯, বুধবার, ৯:১৫ পূর্বাহ্ন

 সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গতকাল এসআই খায়রুল বাশার বাদী হয়ে এ মামলা দায়ের করেন বলে জানিয়েছেন ওসি তাজুল ইসলাম। তিনি বলেন, মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে ৩০০ জনকে আসামি করা হয়েছে। তারা হামলা চালিয়ে পুলিশ সদস্যদের আহত করা ছাড়াও গাড়ি ভাঙচুর করেছে। এদিকে রাতভর উত্তেজনার পর গতকাল সকাল থেকে কোম্পানীগঞ্জের পরিবেশ স্বাভাবিক হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, শাহ আরফিন টিলা ধ্বংসের মূলহোতা জিহাদ আলী ও তার ছেলে মোহাম্মদ আলী বেশ কয়েক বছর যাবত অবৈধভাবে বাবুল নগর এলাকায় পাথরবাহী ট্রাক্টর গাড়ি থেকে ৫শ’ টাকা করে চাঁদা আদায় করছে। গত কয়েকদিন আগের বৃষ্টির কারণে ভোলাগঞ্জ পয়েন্ট থেকে শাহ আরফিন বাজার পর্যন্ত গাড়ি চলাচলের পাশাপাশি পায়ে হেঁটেও মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়। ওই এলাকায় গত তিনদিন ধরে শ’ শ’ পাথরবাহী ট্রাক্টর গাড়ি আটকা পড়ে। গাড়ি আটকা পড়লেও থেমে থাকেনি জিহাদ আলী ও মোহাম্মদ আলীর চাঁদা আদায় করা। তাদের এ ধরনের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে ওঠেন ট্রাক্টর গাড়ির মালিক, ড্রাইভার ও শ্রমিকরা। যার প্রেক্ষিতে সোমবার বিকালে ট্রাক্টর গাড়ির কয়েকজন ড্রাইভার ও শ্রমিক উত্তেজিত হয়ে চাঁদা আদায়কারী মোহাম্মদ আলীর ওপর চড়াও হতে গেলে পাথরখেকো ও শাহ আরফিন টিলার ধ্বংসের মূলহোতা জিহাদ আলী ও তার ছেলে মোহাস্মদ আলী দৌড়ে পালানোর সময় পায়ে আঘাত পায় মোহাম্মদ আলী। সেই আঘাতকে কেন্দ্র করে জিহাদ আলীর অংশের লোকজন উপজেলার থানা সদর এলাকায় মুুহূর্তের মধ্যেই শত শত গাড়ি আটক করে যানচলাচলে বিঘ্ন ঘটায় ও জনসাধারণের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলার খবর শুনে থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে জিহাদ আলীর ভাতিজা জাহাঙ্গীর, জামাল ও জিহাদ আলীর লোকজন পুলিশের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়েছেন, কোম্পানীগঞ্জ থানার এসআই খায়রুল বাশার, এসআই অভিজিৎ দাস, এসআই রাজিব চৌধুরী, কনস্টেবল শফিকুল ইসলাম, মো. কয়েছ, তোফায়েল আহমদ ও এরিস্টোফার্মা ওষুধ কোম্পানির রি-প্রেজেন্টেটিভ সাদিকুল ইসলাম। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে শাহীন আলম ও ইমরান আলমকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status