বাংলারজমিন

কিশোরগঞ্জে ৭ দিনব্যাপী স্বাধীনতা বইমেলা

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

২৭ মার্চ ২০১৯, বুধবার, ৯:১৫ পূর্বাহ্ন

 ‘প্রতিদিন বইয়ের সাথে’ প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জে প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘স্বাধীনতা বইমেলা ২০০৯’। সোমবার সন্ধ্যায় শহরের আখড়াবাজার ব্রিজ চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বইমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘স্বাধীনতা বইমেলা পরিচালনা পর্ষদ’ এর আহ্বায়ক প্রবীণ সাংবাদিক মু আ লতিফ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়া মো. ফেরদৌস। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘স্বাধীনতা বইমেলা পরিচালনা পর্ষদ’ এর সদস্য সচিব সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু। এতে অন্যদের মধ্যে অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী, নাট্যাভিনেতা আলজুস ভূঁইয়া, ‘স্বাধীনতা বইমেলা পরিচালনা পর্ষদ’ এর সমন্বয়ক জাহাঙ্গীর আলম জাহান প্রমুখ বক্তব্য রাখেন। আগামী ৩১শে মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় রাজধানীর ১০টি প্রকাশনা সংস্থাসহ কিশোরগঞ্জ শহরের বড় বড় বইয়ের দোকানের প্রায় সবাই স্টল দিয়েছে। মেলায় প্রতিদিন নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা ছাড়াও স্কুল-কলেজ ও মাদরাসার ছাত্র-ছাত্রীদের জন্য চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বইপাঠসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্বাধীনতা বইমেলা পরিচালনা পর্ষদের সদস্য সচিব সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু বলেন, ‘প্রথমবারের মতো চ্যালেঞ্জ নিয়ে বেসরকারি উদ্যোগে আমরা এই বইমেলা শুরু করেছি। প্রথম দিনই বইপ্রেমী মানুষজনের বিপুল সমাগম ঘটে। আগামীতে এই বইমেলার পরিধি ও প্রসার আরো বাড়ানো হবে ইনশাআল্লাহ।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status