বাংলারজমিন

গোপালগঞ্জে পুলিশ-জনতা সংঘর্ষ, আহত ৭

গোপালগঞ্জ প্রতিনিধি

২৭ মার্চ ২০১৯, বুধবার, ৯:১৫ পূর্বাহ্ন


 গোপালগঞ্জে পরাজিত ২ চেয়ারম্যান ৩ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ আহত হয়েছে ৭ জন। এ ঘটনায় পুলিশ দেশীয় অস্ত্রসহ ৫-৬ জনকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের বেদগ্রাম-গোলাবাড়িয়া এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সুপার মো. সাইদুর রহমান জানিয়েছেন গত ২৪শে মার্চ গোপালগঞ্জে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহামুদ হোসেন দিপু ও চেয়ারম্যান প্রার্থী শাহ আলমসহ ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পরাজিত হয়। এদিন তারা, নির্বাচনী ফলাফলের ঘোষণায় অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ইউএনও অফিসের জানালা-দরজা-গ্লাস ও টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরদিন ২৫শে মার্চ তারা গোপালগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে গোপালগঞ্জ-কোটালীপাড়া ও গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করে। এদিন রাত ৮টা থেকে শুরু হওয়া সড়ক অবরোধকারীরা রাস্তার ওপর গাছ ও গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে ওই ২ সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে গতকাল দুপরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের রাস্তার ওপর থেকে গাছপালা সরিয়ে নিয়ে শান্তিপূর্ণভাবে অবরোধ করতে অনুরোধ করলে অবরোধকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এ নিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এ খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এর ২ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ওই রুটে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status