বাংলারজমিন

প্রদীপ শিখায় জ্বলে উঠলো বগুড়ার সন্ধ্যা

বগুড়া প্রতিনিধি

২৭ মার্চ ২০১৯, বুধবার, ৯:১৪ পূর্বাহ্ন

বগুড়া পুলিশের ব্যতিক্রমধর্মী আয়োজনে পুরো শহর ঝলমল করে ওঠে। ২৫শে মার্চের কাল রাতে প্রথম সশস্ত্র প্রতিরোধে বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধায় ‘লাখো শহীদ স্মরণে, লাখো প্রদীপ জ্বালো’ অনুষ্ঠান বগুড়ায় সন্ধ্যা ৭টা ১ মিনিটে অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা পুলিশ, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবী সংগঠনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের এডিশনাল আইজি (এডমিন অ্যান্ড অপস্‌) মো. মোখলেসুর রহমান বিপিএম (বারো)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। ‘লাখো শহীদ স্মরণে, লাখো প্রদীপ জ্বালো’ অনুষ্ঠানে একযোগে বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠ, জিলা স্কুল মাঠ, মাটিডালি সদর উপজেলা চত্বর, টিএমএসএস, উপজেলা চত্বর শাজাহানপুর, শেরপুর, এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ধুনট, গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, সারিয়াকান্দি পাবলিক মাঠ, শিবগঞ্জ মুক্তিযোদ্ধা স্তম্ভ, সোনাতলা শেখ রাসেল স্টেডিয়াম, দুপচাঁচিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, আদমদীঘি আইপিজে স্কুল মাঠ, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠ এবং কাহালু মডেল স্কুল মাঠে মোমবাতি প্রজ্বলন করা হয়।
বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা বলেন, দেশমাতৃকাকে আমরা হৃদয়ে ধারণ করি তাই প্রমাণ করলাম আমরা। মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন। যাদের রক্ত আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছে, আমরা তাদের ভুলিনি ভুলবো না। ভুলবো না সেই সব বীর পুলিশ সদস্যদের, যারা সম্মুখযুদ্ধে সর্বপ্রথম থ্রি নট থ্রি রাইফেল ব্যবহার করে ঘাতকদের পরাস্ত করেছিলেন। তিনি আরো বলেন, ২৫শে মার্চ কাল রাতে বগুড়া জেলার ১২টি উপজেলার সর্বমোট ১৫টি ভেন্যুতে প্রায় ১ লাখ ৩০ হাজার মোমবাতি জ্বালিয়ে আমরা মহান মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status