খেলা

বিশ্বকাপে মানসিকভাবে শক্ত ক্রিকেটার চান মাশরাফি

স্পোর্টস রিপোর্টার

২৭ মার্চ ২০১৯, বুধবার, ৯:১১ পূর্বাহ্ন

বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে আগামী ২২শে এপ্রিল। এর ৪ দিন আগে ১৮ই এপ্রিল ঘোষণা করা হবে বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড। দেশে ৮-১০ দিন একসঙ্গে অনুশীলন করে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের জন্য আগামী ১লা মে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এ জন্য মাসখানেক বাকি থাকলেও দল নিয়ে বিভিন্ন জায়গাতেই প্রশ্নের মুখোমুখি হতে হয় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। এমন প্রশ্ন গতকালও শুনতে হয়েছে টাইগার অধিনায়ককে। উত্তরে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, দল নির্বাচনে তার হাত নেই। তবে ফিনিশিং দুর্বলতা নিয়ে চিন্তিত দলের অধিনায়ক।
ঢাকা প্রিমিয়ার লীগের বিরতির দিনে মাশরাফি গিয়েছিলেন একটি ‘বডি স্প্রে’র উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে মাশরাফি বলেন, ‘আমি এই দল নির্বাচনের অংশে নেই অবশ্যই। আগেও পরিস্কার করেছি, এখনো করছি। দল নির্বাচনে আমার হাত নেই। কিন্তু যে ১৫ জনই আসুক না কেন তারা পারফর্ম করে আসছে কি-না সেটিই মূল বিষয়। আমাদের মূল ফোকাস থাকবে আয়ারল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপে আমরা দল হিসেবে কেমন করছি সেটা।’ ঢাকা প্রিমিয়ার লীগের পারফরমেন্স নিয়ে মাশরাফি বলেন, চলতি ঢাকা প্রিমিয়ার লীগে যেমনই করুক না কেন, বিশ্বকাপে যাওয়ার আগে সবাইকে মানসিকভাবে শক্ত থাকতে হবে। কেননা, ঢাকার ক্রিকেটে রান করে বড় মঞ্চে ব্যর্থ হওয়া, কিংবা ঢাকার ক্রিকেটে ব্যর্থ হয়েও বড় মঞ্চে সফল হওয়ার উদাহরণ রয়েছে অনেক। আকাশ আর পাতাল ব্যবধান দুটি জায়গার মধ্যে। এই কারণে আমি বলছি যে, মানসিক দিক থেকে কে  তৈরি থাকবে তার উপরে অনেক কিছু নির্ভর করবে।’
দলের ফিনিশিং দুর্বলতার ব্যাপারে মাশরাফি বলেন, ‘আমার কাছে অনেক দিন থেকে একটা ব্যাপার মনে হয় যে, আমাদের ফিনিশিংয়ে একটু দুর্বলতা আছে।’ তবে এ সমস্যার নির্দিষ্ট কাউকে দোষারোপ করতে রাজি নন মাশরাফি, ‘আসলে এক্ষেত্রে জুনিয়রদের দোষ দিয়ে লাভ নেই। পুরো দলেরই একটি সমস্যার জায়গা আছে যে, আমরা খেলাটা শেষ করতে পারছি না এবং গত দুই তিন বছরে এমন অনেক ক্লোজ ম্যাচ আমরা হেরেছি। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এই জায়গাটি অনেক গুরুত্বপূর্ণ জানিয়ে মাশরাফি বলেন, ‘আমার বিশ্বাস যে ভুলগুলো করেছি সেগুলো হয়তো এখানে কমাতে পারবো। আমি বলতে চাইছি না যে, শতভাগ সফলতা পাবো। কারণ এটি অনেক দিন এবং প্রসেসের ব্যাপার। আশা করি সময়ের সঙ্গে সঙ্গে এটা ঠিক হবে।’
এশিয়া কাপের ফাইনালের মতো বড় মঞ্চে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে ওয়ানডে দলে জায়গা পাকা করেন লিটন দাস। কিন্তু নিউজিল্যান্ড সফরে রান না পাওয়ায় তাকে নিয়ে উঠেছে প্রশ্ন। ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজার ভরসার হাত অবশ্য পাচ্ছেন এই তরুণ। অধিনায়কের আশা, লিটন হতে পারেন বিধ্বংসী। ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা এই ওপেনারকে নিয়ে অধিনায়কের দুশ্চিন্তা অবশ্য কম, ‘আগে যেটা বললাম যে ঢাকা লীগ নিয়ে আমি এতটা চিন্তিত না যে, এখান থেকে রান করে গেলে ওখানে সে ঐ ফর্মটাই ধরে রাখবে- এটার সঙ্গে আমি একমত না। একই সঙ্গে লিটন কি মানের খেলোয়াড় সেটি হয়তো এক দুটি ম্যাচে আমরা সমপ্রতি দেখতে পেয়েছি। এশিয়া কাপ ফাইনালের কথা আমি বলছি। আমার কাছে মনে হয় সে বিধ্বংসী হতে পারে। এই সম্ভাবনা তার মধ্যে আছে।’ অধিনায়ক জানালেন, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি আলাদা করে কাজ করছেন লিটনকে নিয়ে। এই আগ্রাসী ব্যাটসম্যানের ধারাবাহিকতার অপেক্ষায় পুরো দল, ব্যাটিং কোচও ওকে নিয়ে কাজ করছে। আসলে ধারাবাহিকতাটা গুরুত্বপূর্ণ। আশা করছি যে, ও যদি স্বাভাবিক ক্রিকেটটা খেলে তাহলে সেটি আমাদের দলের জন্য অনেক বড় সুবিধা হবে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status