খেলা

গার্দিওলার কারণে তেলের দাম বাড়ে!

স্পোর্টস ডেস্ক

২৭ মার্চ ২০১৯, বুধবার, ৯:১০ পূর্বাহ্ন

ম্যানচেস্টার সিটির স্প্যানিয়ার্ড কোচ পেপ গার্দিওলার কারণে তেলের দাম বাড়ে! সংবাদমাধ্যমকে এমন চমকদার তথ্য দিলেন বায়ার্ন মিউনিখ ক্লাবের সভাপতি উলি হোনেস। তিন মৌসুম বায়ার্ন মিউনিখের দায়িত্ব সামলানোর পর ২০১৬ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন কোচ পেপ গার্দিওলা। গত দুই মৌসুমে একবার ইংলিশ প্রিমিয়ার লীগ ও দুটি লীগ কাপ শিরোপার সঙ্গে এফএ কমিউনিটি শিল্ড জিতেছে গার্দিওলার ম্যানচেস্টার সিটি। গত তিন বছরে তার পছন্দের খেলোয়াড় কিনতে এক বিলিয়ন পাউন্ডেরও বেশি খরচ করেছেন গার্দিওলা। এতে ম্যানসিটির মালিকপক্ষও অসন্তুষ্ট নয়। কারণ বিপুল অর্থ খরচ করলেও ক্লাবকে শিরোপা এনে দিচ্ছেন তিনি।
আর বায়ার্ন সভাপতি ও জার্মানির সাবেক ফুটবল তারকা উলি হোনেস স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস’কে দেয়া সক্ষাৎকারে বলেন, ‘আমার বন্ধু পেপ (গার্দিওলা) আমাকে বলেছিল ১০০ মিলিয়ন ইউরোর কোনো খেলোয়াড় কিনতে চাইলে, তিনি কিছু ভিডিও সংগ্রহ করেন। এবং সিটি মালিক মনসুর আল নাহিয়ানের সঙ্গে দেখা করে কথাবার্তা ও ডিনারের ফাঁকে ভিডিওগুলো চালু করে দেন। খেলোয়াড়ের ফুটবল দক্ষতা দেখে ভালো লেগে গেলে ক্লাব কোষাগারে টাকা পাঠিয়ে দেন মনসুর। আর পরের দিন মনসুর তেলের দাম বাড়িয়ে দেন। যাতে খরচ হওয়া টাকা ফিরে পাওয়া যায়।’ ম্যানচেস্টার সিটির মালিক সুলতান মনসুর আরব আমিরাতের রাজ পরিবারের সদস্য এবং খনিজ তেল সমৃদ্ধ দেশটির উপ-প্রধানমন্ত্রীও। ২০০৮ সালে তিনি ম্যানচেস্টার সিটি ক্লাবটি ১.৩ বিলিয়ন পাউন্ড দিয়ে কিনে নেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status