বিনোদন

‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

২৭ মার্চ ২০১৯, বুধবার, ৭:৫৪ পূর্বাহ্ন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই-এর আয়োজনে অনুষ্ঠিত হলো আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই ১০ম ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’। গতকাল সকাল ১১টা ৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে চিত্রশিল্পী কার্টুনিস্ট রফিকুন নবীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত। অর্থমূল্য তুলে দেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, চ্যানেল আই পরিচালনা পর্ষদ সদস্য জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, চিত্রশিল্পী আবুল বারাক আলভী, বীরেন সোম, সমরজিৎ রায় চৌধুরী, কলামিস্ট কামাল লোহানী, হাসনাত আবদুল হাই, অভিনেতা-নির্মাতা মামুনুর রশীদ প্রমুখ। এর আগে রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীদের পরিবেশনায় ‘ও আমার দেশের মাটি’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। পরিবেশিত হয় আবৃত্তিও। এ আয়োজনে প্রায় অর্ধশত চিত্রশিল্পী এঁকেছেন মুক্তিযুদ্ধের তাৎপর্যপূর্ণ চিত্র। তাদের পাশাপাশি শিশুরাও চিত্র এঁকেছে। এ সময় আবদুল মান্নান ও জহিরের অংকনকৃত দু’টি ছবি ক্রয় করেন ছবি সংগ্রাহক সারোয়াত। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আফজাল হোসেন। দুপুর ২টা পর্যন্ত এ আয়োজনটি সরাসরি সমপ্রচার করে চ্যানেল আই। পরিচালনায় ছিলেন আমিরুল ইসলাম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status