খেলা

অস্ট্রিয়াকে উড়িয়ে দিল ইসরাইল

স্পোর্টস ডেস্ক

২৫ মার্চ ২০১৯, সোমবার, ১:৩৯ পূর্বাহ্ন

এরান জেহাভির হ্যাটট্রিকে অস্ট্রিয়াকে উড়িয়ে দিয়েছে ইসরাইল। ২০ বছরের মধ্যে প্রথমবার অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেল ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯২তম স্থানে থাকা ইসরাইল। অস্ট্রিয়ার অবস্থান ২৩ নম্বরে। রোববার রাতে ঘরের মাঠ স্যামি ওফের স্টেডিয়ামে অস্ট্রিয়াকে ৪-২ গেলে হারিয়েছে ইসরাইল। ম্যাচের শুরুতেই মার্কো আর্নাউটোভিচের গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। ম্যাচের ৩৪ তম মিনিটে ইসরাইলকে সমতায় ফেরান জেহাভি। এর ১০ মিনিট পর ফের গোল করে ব্যবধান বাড়ান জেহাভি। স্কোরলাইন ২-১ গোলে বিরতিতে যায় ইসরাইল। বিরতি থেকে ফিরে হ্যাটট্রিক পূর্ণ করেন ইসরাইলি স্ট্রাইকার জেহাভি। আর ম্যাচের ৬৬তম মিনিটে স্কোর লাইন ৪-১ করেন মাউনেস দাবুর। ম্যাচের ৭৫তম মিনিটে ফের গোল করে শুধু ব্যবধানটাই কমিয়েছেন ইংলিশ ক্লাব ওয়েস্টহ্যামের স্ট্রাইকার আর্নাউটোভিচ। রাতের আরেক ম্যাচে লাটভিয়াকে ২-০ গোলে হারিয়েছে পোল্যান্ড। ‘জি’ গ্রুপের তালিকায় ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে পোল্যান্ড। দুই ম্যাচের দুটিতে হেরে তালিকায় পঞ্চম স্থানে অস্ট্রিয়া। সমান ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিনে রয়েছে ম্যাকেদোনিয়া ও ইসরাইল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status